কোভিড ও লং কোভিডের মধ্যে পার্থক্যগুলি কী কী জেনে নিন

Follw Us Now

 

এখন ভারত: ইদানিং দেশ ও বিভিন্ন রাজ্যে ফের একবার কোভিডের গ্রাফ বাড়তে শুরু করেছে। অনেকেই কোভিড এবং লং কোভিডে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্যটা তাঁরা বুঝতে পারছেন না। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিডের যে উপসর্গগুলি ৪ সপ্তাহের বেশি সময় ধরে দেখা যায়, তা লং কোভিড। দীর্ঘদিন ধরে করোনার উপসর্গ দেখা দিলে শরীরে নানা সমস্যা হতে পারে। এর জন্য সতর্ক থাকতে হবে। সঠিক চিকিৎসা না হলে সারাজীবনের জন্য নানা অসুখ বাসা বাঁধতে পারে। তাই লং কোভিডের এই উপসর্গগুলি ভুলেও অবহেলা করবেন না –

১. বুকে ব্যথা : করোনা থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন যদি বুকে ব্যথা এবং বুকে চাপ অনুভব করেন, তাহলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। এর ফলে হৃদরোগ দেখা দিতে পারে।

২. ফুসফুসের সমস্যা : কোভিড থেকে সেরে ওঠার পর অনেকেরই ফুসফুসের সমস্যা দেখা যায়। এই সমস্যা হলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। দীর্ঘদিন ধরে আপনার সর্দি কাশি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। নাহলে ফুসফুসের সমস্যা জটিল সমস্যায় পরিণত হতে পারে।

৩. অবসাদ : করোনা থেকে সেরে ওঠার পর অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এই লক্ষণকে লং কোভিডের লক্ষণ বলে গণ্য করা হয়।

৪. গা বমি, মাথা ঘোরার সমস্যা : করোনায় আক্রান্ত হওয়ার সময় এই সমস্যা দেখা দেয়। এমনকি সেরে ওঠার পরও মাথা ঘোরা, গা বমি ভাব থেকে যায়। এগুলোই লং কোভিডের লক্ষণ। 

ট্রেন্ডিং খবর