ফাইনালে বেঙ্গালুরু এফসি কে টাইব্রেকারে হারিয়ে জয়ী হল সবুজ মেরুন শিবির। ম্যাচের নির্ধারিত সময় দুই দুই ছিল ফলাফল এরপর টাইব্রেকারে পৌঁছায় খেলা টাইব্রেকারে টাইব্রেকারে চার তিন ব্যবধানে জয়ী হলো মোহনবাগান। মোহনবাগানের সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা।
আবারো ভারত সেরা সবুজ মেরুন। আইএসএল এর ফাইনালে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে জয়ী মোহনবাগান সবুজ মেরুন শিবিরের জয় উচ্ছ্বসিত সমর্থকরা। ২০২০ সালের পর আবারও ভারত সেরা হল মোহনবাগান
মোহনবাগান কে শেষবার আই লিগে দেখা গেছে ২০১৯-২০ সালে সেবারেও চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এরপর এটিকের সাথে জুড়ে এটিকে মোহনবাগান নামে পরিচিত হয়। দলের সমর্থকদের মধ্যে অনেকেই এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছিলেন
এবারে লীগের খেলায় কুড়ি ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে মোহনবাগান এ বছর তিন নম্বরে শেষ করে প্লে-অফে ওড়িশার মুখোমুখি হয়েছিল মোহনবাগান ওড়িশা কে হারায় তারা এরপর সেমিফাইনালে সবুজ মেরুন শিবির হারায় হায়দ্রাবাদকে
এই নিয়ে ষষ্ঠ বার দেশ সেরা হল সবুজ মেরুন শিবির প্রথমবার ১৯৯৮ সালে মোহনবাগান জিতেছিল জাতীয় লীগ। ১৯৯৮ এর পর দুই হাজার এবং ২০০২ সালেও জাতীয় লীগ আসে বাগানের দখলে। এরপর জাতীয় লীগের নাম পাল্টে আই লিগ হয়। ২০১৫ সালে ট্রফি জেতে মোহনবাগান।
টানটান ম্যাচ উত্তেজনায় পরিপূর্ণ ছিল টাইব্রেকারেও ছিল উত্তেজনা। ফাইনাল ম্যাচের শুরুতেই হোঁচট খায় বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর ভালো ফর্মে থাকা ফুটবলার শিবা শক্তির নাকে চোট লাগে হাড় ভেঙে রক্ত পড়তে থাকে মাঠ ছাড়েন তিনি এরপর মাঠে নামেন সুনীল ছেত্রী তবে তাতেও জিতল না বেঙ্গালুরু এফসি। এদিন মোহনবাগানের জয়ের পর সবুজ মেরুন শিবির কে টুইটারে বিশেষ বার্তার সাহায্যে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রফি এলো কলকাতায় বাগানের জয় উচ্ছ্বসিত সমর্থকরা মাতেন আনন্দে।