এক ওভারে ৪৬ রান? টি-টোয়েন্টিতে ফের রেকর্ড!কিন্তু কিভাবে সম্ভব?

Follw Us Now

এখন ভারত : ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান উঠতে পারে? অনেকেই বলবেন, ছয়টি ছয় হলে ৩৬ উঠতে পারে। সাথে নো বল হলে অতিরিক্ত আরো দু-এক রান উঠতে পারে। কিন্তু তাই বলে এক ওভারে ৪৬ রান? কিভাবে সম্ভব? অথচ এমনই ঘটেছে কুয়েতের একটি টি-টোয়েন্টি লিগে। সেখানে এক ওভারে উঠেছে ৪৬ রান।কুয়েতে চলছে কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩। এনসিএম ইনভেস্টমেন্ট এবং ট্যালি সিসির ম্যাচ চলছিল। এনসিএম-এর বাসু চড়াও হন ট্যালির বোলার হরমনের উপর। হরমনের প্রথম বল ছিল নো। সেটিতে ছক্কা মারেন বাসু। তার পর চার রান বাই হয়। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন বাসু। তার মধ্যে একটি নো বল হয়। পরের বলে আবার চার। ফলে এক ওভারে মোট ৪৬ রান ওঠে।

আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে ৩৭। দু’বার এই ঘটনা ঘটেছে। ২০১১ সালে আরসিবির বিরুদ্ধে ম্যাচে অধুনালুপ্ত কোচি টাস্কার্স কেরলের পি পরমেশ্বরম ৩৭ রান দেন। ২০২১-এ চেন্নাইয়ের বিরুদ্ধে আরসিবির হর্ষল পটেলও ৩৭ রান দেন।

টেস্টে যশপ্রীত বুমরা ৩৫ দিয়েছেন এক ওভারে। সেটাই সর্বোচ্চ। আন্তর্জাতিক এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ করে রান উঠেছে।হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।টেস্ট ক্রিকেটে যশপ্রীত বুমরা ৩৫ রান দিয়েছেন এক ওভারে। সেটাই সর্বোচ্চ। আন্তর্জাতিক এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ করে রান উঠেছে ।যাই হোক কুয়েতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারেই ৪৬ রানের বিশ্ব রেকর্ড হয়েছে।

কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টম্যান্ট বনাম ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এমন ঘ্টনা ঘটে।

ট্রেন্ডিং খবর