ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা।
EKHON BHARAT :- চলতি বছর ২রা জুন ভয়ংকর সেই রাতের কথা এখনো যেন ভুলতে পারছে না গোটা দেশ। ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। ২৯৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন ভয়ংকর সেই ট্রেন দুর্ঘটনায়। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বহু যাত্রীর দেহ। এছাড়াও প্রায় এক হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার পরে প্রায় চার মাস কাটতে চলল। ভুবনেশ্বর পুরসভা জানিয়েছে, ২৮টি মৃতদেহের কোনও দাবিদার নেই। ভুবনেশ্বর এইমসে সেগুলিকে হিমঘরে রাখা রয়েছে। তবে কিছুদিনের মধ্যে এবার সেগুলি দাহ করে দেওয়া হবে। কারণ এতদিন পরেও সেই দেহগুলির কোনও দাবিদার নেই।
জানা গিয়েছে, ২৯৬টি দেহের মধ্যে ১৬২টি দেহ ভুবনেশ্বরের এইমসে রাখা ছিল। তার মধ্যে চিহ্নিতকরণের পর ৮১টি দেহ তুলে দেওয়া হয় প্রিয়জনের হাতে। বাকি ৮১টির মধ্যে ৫৩ টি ডিএনএ মিলিয়ে তুলে দেওয়া হয় তাদের পরিজনদের হাতে। কিন্তু এখনো পর্যন্ত ২৮ দেহের কেউ দাবিদার নেই। কিন্তু কী হবে সেই দাবিহীন দেহগুলির?
মনে করা হচ্ছে এগুলি পরিযায়ী শ্রমিকদের দেহ। এগুলি হয়তো উত্তরবঙ্গের হতে পারে। সীমান্ত লাগোয়া গ্রাম ছেড়ে তারা কাজের খোঁজে হয়তো বেরিয়েছিলেন। কিন্তু তাদের পরিবারও হয়তো জানেন না তাঁরা আদৌ ওই ট্রেনে ছিলেন কি না। ভাবছেন হয়তো নিখোঁজ হয়ে গিয়েছে। এক কথায় সবটাই অনুমান সাপেক্ষ।
আরও খবর- হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?
করমণ্ডল দুর্ঘটনায় ২৮ দেহের দাবিদার নেই, গণদাহের সিদ্ধান্ত
এই বিষয়ে বিএমসি কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে জানিয়েছেন, সিবিআই সম্প্রতি জানিয়ছে এবার এই দেহগুলি দাহ করা যেতে পারে। এইমস থেকে শ্মশানে আনার সময় সম্ভবত সিবিআই টিম থাকতে পারে। তবে সেটা সোমবার নাকি মঙ্গলবার থেকে শুরু হবে সেটা নিশ্চিত নয়। তবে এইটুকু জানা গিয়েছে, এইমস কর্তৃপক্ষ দাবিহীন সেই দেহগুলি বিএমসিকে দেহ দেবে। এরপর সেগুলি শ্মশানে নিয়ে যাওয়া হবে। গোটাটার ভিডিও করা হবে বলে জানা গিয়েছে।