এখন ভারত : ব্যাংকে কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য যাওয়ার দরকার থাকলে আগে থেকেই ছুটির দিনগুলির বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন।
আগস্ট মাসে ব্যাংক বন্ধ ছিল ১৮ দিন। সেপ্টেম্বর মাসে দুটি রবিবার এবং চারটি শনিবার মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে থাকা ব্যাংকে মোট ছুটির সংখ্যা ১৩ দিন।
উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে এই মাস থেকেই। সেপ্টেম্বর মাসে রয়েছে গণেশ চতুর্থী, রয়েছে নবরাত্রি। আসুন এবারে দেখে নেয়া যাক সেপ্টেম্বর মাসে ব্যাংক ছুটির দিনগুলি।
১লা সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন বন্ধ থাকবে ব্যাংক।
৪ঠা সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির দিন।
এরপর ৬ই সেপ্টেম্বর কর্মা পুজো থাকায় ব্যাংক বন্ধ থাকবে।
সেপ্টেম্বর মাসের ৭ এবং ৮ তারিখে ওনামের জন্য তিরুবনন্তপুরম কোচিতে বন্ধ থাকবে ব্যাংক।
9 সেপ্টেম্বর গ্যাংটক ইন্দ্রজাতার জন্য বন্ধ থাকবে ব্যাংক।
১০ই সেপ্টেম্বর তিরুবনন্তপুরম কোচিতে শ্রী নারভানে গুরু জয়ন্তীর কারণে ছুটি থাকবে ব্যাংক।
১১ ই সেপ্টেম্বর রবিবার আবারো সাপ্তাহিক ছুটির দিন।
১৮ই সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির দিন।
একুশে সেপ্টেম্বর তিরুবনন্তপুরম কোচিতে শ্রী নারায়ণগুরু সমাধি দিবস পালিত হবে। সে কারণে বন্ধ থাকবে ব্যাংক।
২৪ শে সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাংক।
২৫ শে সেপ্টেম্বর রবিবার আবারও সাপ্তাহিক ছুটির দিন।
২৬ শে সেপ্টেম্বর জয়পুর ইম্ফলে নবরাত্রি প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। বন্ধ থাকবে ব্যাংক।
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন শহর গুলিতে আলাদা আলাদা দিনে ব্যাংকের ছুটি নির্ধারিত হয়েছে। তবে ব্যাংক বন্ধ থাকলেও সমস্যা নেই। কারণ অনলাইন ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।