অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওয়ার্নকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। ওয়ার্ন তার বোলিংয়ের জন্য যতটা বিখ্যাত ছিলেন, তিনি তার রঙিন মেজাজের জন্যও জনপ্রিয় ছিলেন।
মাত্র ৫২ বছর বয়সে অস্ট্রেলিয়ার দুর্দান্ত লেগ স্পিনার শেন ওয়ার্ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই স্পিনারের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব শোকাহত। শেন ওয়ার্ন ১৯৯২ থেকে ২০০৭ এর মধ্যে তার ১৫ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৭০৮ টেস্ট উইকেট নিয়েছিলেন। শেন ওয়ার্নও তার ক্যারিয়ারে অনেক বিতর্কের অংশ ছিলেন।
তার সতীর্থ ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছিলেন যে শেন ওয়ার্ন একটি খারাপ জিনিসে আসক্ত এবং ম্যাচের আগে সবসময় এই কাজটি করতেন। মাইকেল ক্লার্কের মতে, ম্যাচের আগে শেন ওয়ার্ন প্রায়ই সিগারেট খেতেন। মাইকেল ক্লার্ক বলেন, ওয়ার্ন সিগারেট খেতে পছন্দ করতেন। মাঠের ভেতরে সিগারেট আনতে না দিলে ট্রেনিং ক্যাম্পে না আসার হুমকি দিতেন।
১৫ বছর ধরে মাতিয়েছেন ক্রিকেট মাঠ। এই ১৫ বছরের ক্রিকেটজীবনে খেলেছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। খেলেছেন ১৯৪টি ওয়ানডে। ১৪৫টি টেস্ট ম্যাচ থেকে ওয়ার্নের সংগ্রহ ৭০৮টি উইকেট। ১৯৪টি ওয়ানডে থেকে কিংবদন্তি লেগ স্পিনারের ঝুলিতে ২৯৩টি উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজ সফরে ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন তা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে তাঁর ব্যাট ও বলের দ্বৈরথ সবারই জানা। ক্রিকেট মাঠের আনাচকানাচে তিনি রেখে গিয়েছেন অসংখ্য মণিমুক্তো। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে তিনি ম্যাচের সেরা হয়েছিলেন। ফাইনালে তাঁর বিধ্বংসী ঘূর্ণিতে পাকিস্তান বিধ্বস্ত হয়েছিল। অথচ মহানায়কের অভিষেক তো সাড়া জাগিয়ে হয়নি। টেস্টে অভিষেক ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। সেই টেস্টে ১৫০ রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। তার পর সময় যত এগিয়েছে ওয়ার্ন ততই বল হাতে ফুল ফুটিয়েছেন।