এখন ভারত : বিগত ৩৬ দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ক্রমশই হয়ে চলেছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তারপর থেকেই গোটা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিন্দার ঝড় তুলতে শুরু করে। তবে এই যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত দেশ নিজেদের মতামত রাখলেও ভারত ছিল নিরপেক্ষ। এবার ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ কে স্মরণ করে যুদ্ধের গান বাঁধলেন গীতিকার অভিজিৎ পাল। অভিজিৎ জানিয়েছেন এ গানের মূল উদ্দেশ্যই হলো যুদ্ধে যে সমস্ত মানুষ আক্রান্ত হয়েছেন এবং যারা ঘর ছাড়া হয়েছেন সেইসব মানুষের মানসিক দিক দিয়ে পাশে থাকার চেষ্টা নিয়েই, এই গান লেখার ভাবনা জানিয়েছেন তিনি। তবে যুদ্ধের এই গানে গলা দিয়েছেন প্রণয়, দীপ্ত, সীমা, আ্যনি আহমেদ সহ আরো অনেকে তারি সাথে অভিজিৎ এর এই গানে সুর দিয়েছেন কৌস্তুভ। যারা গান গেয়েছেন তারা ভিন্ন ভিন্ন ভাষার হলেও সকলেই এই যুদ্ধ মন থেকে অনুভব করতে পেরেছেন। ১ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার যুদ্ধের এই গানটি প্রেসক্লাবে রিলিজ হয় এবং গানটি রিলিজের সময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন প্রণয় মজুমদার, মদন মিত্র, রূপঙ্কর বাগচী সহ এই গানের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গান বাঁধলেন গীতাকার অভিজিৎ পাল
- Admin
- April 2, 2022
- 8:05 am
Follw Us Now
- Admin
- April 2, 2022
- 8:05 am
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর