এখন ভারত : সম্প্রতি শতাব্দী এক্সপ্রেসে ইফতার করানো হল এক ব্যক্তিকে। তাঁর ব্যক্তির নাম শাহনওয়াজ আখতার। তিনি নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। শাহনওয়াজ টুইটে ট্রেনে তাঁকে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার একটি ছবিও শেয়ার করেছেন।
তিনি লেখেন, ‘ইফতারের জন্য ভারতীয় রেলওয়েকে ধন্যবাদ। ধানবাদে হাওড়া শতাব্দীতে উঠে খাওয়া সেরে নিলাম। প্যান্ট্রিম্যানকে অনুরোধ করেছিলাম কিছুক্ষণ পর আমায় চা দিতে। তাতে প্যান্ট্রিম্যান আমায় জিজ্ঞাসা করেন, আপনি কি রোজা? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। এরপরই আরেকজন আমার জন্য ইফতার নিয়ে আসেন।’ আইআরসিটিসির অন-বোর্ড ক্যাটারিং সুপারভাইজার প্রকাশ কুমার বেহেরা জানান, ‘কর্মচারীরা নিজেদের রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ওই যাত্রীও একই কোচে উঠেছিলেন। তিনি যখন আমাদের জানান যে তিনিও রোজা রেখেছেন, তখন কর্মীরা তাঁর সঙ্গে ইফতার ভাগ করে নেন। এটাই মৌলিক মানবতা।’
এই বিষয়ে অবশ্য রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশও টুইট করেন। তিনি লেখেন, ‘পুরো ভারতীয় রেল পরিবার আপনার মন্তব্যে প্রভাবিত হয়েছে। আশা করি আপনি ভালো করে ইফতার করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার কীভাবে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের মূলমন্ত্র নিয়ে কাজ করে এটি তার একটি নিখুঁত উদাহরণ। জয় হিন্দ।’