এখন ভারত : ইন্টারনেটের সহজলভ্যতা যুগে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরনের ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে। এইসব ভিডিয়ো গুলির মধ্যে কোনো কোনো ভিডিয়ো দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খায় আবার কোনো কোনো ভিডিয়ো নেটিজেনদের মনে আতঙ্ক সৃষ্টি করে। অনেক সময় ভাইরাল হওয়া ভিডিয়ো গুলিতে কোনো ধরনের তথ্য দেয়া থাকে না যার ফলে নেটিজেনদের কাছে ভাইরাল হওয়া ভিডিয়ো অসম্পূর্ণ রূপে অজানা হয়ে থাকে। ভাইরাল হওয়া ভিডিয়ো গুলিতে যেমন কিছু মানুষের কার্যকলাপ ফুটে ওঠে আবার বহু সময় পশুপাখিদের বিভিন্ন কীর্তিকলাপও সামনে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে নেটিজেনরা সর্বদাই পশুপাখিদের ভাইরাল হওয়া ভিডিয়ো দেখতে বেশি পছন্দ করেন এবং ভালোবেসে থাকেন। সম্প্রতি এমনই একটি কুকুর এবং মোরগের ভিডিয়ো ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মোরগ তার পিঠের ওপর একটি বাদামি ও সাদা রঙের ছোট্ট কুকুর ছানাকে বসিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এমনকি কুকুরছানাটি তার ছোট্ট ছোট্ট দুটি পা দিয়ে মোরগের গলার পেছন থেকে ধরে বসে রয়েছে। সেই অবস্থাতেই মোরগটির দিব্যি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে এমন অভিনব মজাদার দৃশ্য নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। রীতিমতো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ভাইরাল হতে দেখা গেছে ওই মনোরম দৃশ্য।