মাননীয়া’ হলেন ‘ওাননীয়া’

Follw Us Now

এখন ভারত : রাজ্যে এখন সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল। সেই সব পোর্টেলের হাত ধরে সংবাদমাধ্যমে কর্মসংস্থানের পথও খুলে যাচ্ছে। শুক্রবার সকালে বেশ কিছু সংবাদমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়ল যা নিয়ে মুহুর্তের মধ্যে বিতর্ক তৈরি হল মুহূর্তের মধ্যেই। বিতর্কের মূল কারণ ভুল বানান। আর তাও আমার যেমন তেমন বিষয়ে নয়। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করতে গিয়ে ঘটেছে এই বিপত্তি।

পবিত্র হজ যাত্রায় যাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য যে বিজ্ঞাপন রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি-সহ নামের ঠিক নীচেই দেখা যাচ্ছে ‘মাননীয়া’ শব্দের জায়গায় লেখা হয়েছে ‘ওাননীয়া’ শব্দটি। বাংলা শব্দের অভিধানে যার কোনো অর্থই নেই। কীভাবে এই ভুল হল, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে। কেন বিজ্ঞাপন ছেড়ে দেওয়ার আগে তা ভাল করে পরীক্ষা করে দেখা হয় না। নাকি এই ভুল ইচ্ছাকৃত, সেই নিয়েও প্রশ্নও উঠেছে। 

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার জানিয়ে দেন, যারা রাজ্য সরকারের ভাল কাজ তুলে ধরবে সেই সব সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে কার্পণ্য করা হবে না। তারপরেও এই ধরনের ভুলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে নানা মহল।

ট্রেন্ডিং খবর