বিমানবন্দরে ওঠার ৭২ ঘণ্টা আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক

Follw Us Now

ছবি সংগৃহীত

বিমানবন্দরে RT-PCR পরীক্ষা: ভারত আন্তর্জাতিক যাত্রীদের জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করেছে। যাত্রীদের বোর্ডিং এর 72 ঘন্টা আগে কোভিড RT-PCR নেগেটিভ রিপোর্ট আপলোড করা বাধ্যতামূলক হবে। এর আগে শুধুমাত্র ৬টি দেশ থেকে আসা যাত্রীদের জন্য এটি বাধ্যতামূলক ছিল।

মন্ত্রক বলেছে যে চীন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং জাপান থেকে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের জন্য প্রি-বোর্ডিং (ভ্রমণ শুরুর 72 ঘন্টা আগে) RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক।

 

ট্রেন্ডিং খবর