বদলে গেল ইতিহাস, তিনি হয়ে গেলেন ক্রিকেটের সবচেয়ে বড় দেবতা।

Follw Us Now

মহাকালের দরবারে যারা যান খালি হাতে খালি হাতে কেউই কখনো ফেরেননি। তাদের ঝুলি সব সময় ভরে দেন মহাকাল। তিন বছর ধরে কোহলির ব্যাট থেকে টেস্ট ম্যাচে আসছিল না সেঞ্চুরি।

এই তিন বছরে বিরাট কম চেষ্টা করেননি, শেষমেষ গত চৌঠা মার্চ ইন্দরের বাবা মহাকালের দর্শন করতে পৌঁছন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বাবা মহাকালের দর্শন করার পরেই দীর্ঘ তিন বছর চার মাসের প্রতীক্ষার অবসান হলো দীর্ঘ খরা কাটিয়ে টেস্টে এল সেঞ্চুরি।

কোহলি সাফল্যে উচ্ছ্বসিত ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রায় ১ হাজার ২০৫ দিনের অপেক্ষার অবসানে কোহলির ব্যাটে এলো সেঞ্চুরি।

এটি বিরাট কোহলি টেস্ট ক্যারিয়ারের 28 তম সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৫ তম সেঞ্চুরি। শচীনের একশটি আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে মাত্র ২৫ টি সেঞ্চুরি দূরে রয়েছেন বিরাট কোহলি এদিন ১৮৬ রান করে আউট হন বিরাট কোহলি। আর মাত্র ১৪ রান হলেই এদিন ডাবল সেঞ্চুরিও করে ফেলতেন বিরাট।

গত ১২০৫ দিনে বিরাট কোহলি র ব্যাট থেকে টেস্ট ম্যাচে কোন সেঞ্চুরি আসেনি তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। কেউ তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন, তো কেউ আবার বলেছেন টেস্ট খেলা ভুলে গিয়েছেন কোহলি। এদের সকলের মুখ এই সেঞ্চুরির মাধ্যমে বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বিরাট কোহলি যখনই যে কোন বিষয় আটকে গিয়েছেন তিনি কোন না কোন মন্দিরে ঈশ্বরের দর্শন করতে উপস্থিত হয়েছেন এবং এর পরই সফলতা পেয়েছেন তিনি। বছরের একেবারে শুরুতেই এর প্রমাণ পেয়েছে আমরা এবারেও টেস্টে বিরাটের ব্যাটিং খুব একটা ভালো যাচ্ছিল না বাবা মহাকালের মন্দিরে দর্শনের পরেই  দীর্ঘ অবসানের পর এলো টেস্ট সেঞ্চুরি।

এই ঘটনার পর বিরাট অনুরাগীদের মধ্যে অনেকেই বলা শুরু করেছেন গত চৌঠা মারছি বিরাটের  এই টেস্ট সেঞ্চুরি নির্ধারণ হয়ে গিয়েছিল। মহাকাল বাবার দর্শনে শাপমোচন।

ট্রেন্ডিং খবর