এখন ভারত : তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। বলিউডে আশির দশকে বলিউডে নায়িকা হয়ে ডেবিউ করেন তিনি। নব্বইয়ের দশকে কেরিয়ারের সোনালি দিনগুলোতে যেমন ছিলেন আজও একই রকম সুন্দরী রয়েছেন এই অভিনেত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি হলেন অভিনেত্রী টাবু। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তো বটেই, টাবু এভারগ্রিন সুন্দরীও বটে। আর এই সৌন্দর্য্যের রহস্যের পিছনে অবশ্যই তাঁর নিজের প্রতি যত্ন তো রয়েছেই৷ অবশ্য নিজস্ব সৌন্দর্য থাকলেও নিয়মিত ত্বকের যত্ন নেন চাঁদনি বারের এই নায়িকা। বয়স ৫০ হলেও এখনও বহু আপকামারদের টেক্কা দিতে পারেন বলি ডিভা। তাহলে জেনে নিন কীভাবে টাবুর মতো বয়সকে হার মানানো সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠা যায়।
হাইড্রেটেড থাকা :
ত্বকের যত্নের জন্য তিনি সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান, নিয়মিত এক্সারসাইজ করেন। এর পাশাপাশি জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন। যা পরোক্ষভাবে আমাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
ঘুমেই সৌন্দর্য :
উজ্জল ত্বকের সঙ্গে ঘুমের নিবিড় সম্পর্কের কথা আমরা সবাই জানি। তাই সৌন্দর্য বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন বলিউড ডিভা টাবু। এই নিয়ম মেনে চললে সবার ত্বকেই স্নিগ্ধ প্রশান্তির জেল্লা আসবে খুব তাড়াতাড়ি আর অতি সহজেই।
স্ক্রাব :
টাবুর ত্বক সংবেদনশীল। তিনি তাঁর নিজের স্ক্রাব নিজেই তৈরি করেন। সি-সল্ট এবং পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি মিশ্রণ দিয়ে স্নানের আগে ত্বক এক্সফোলিয়েট করেন। এটি তৈরির উপকরণ এমন কিছু দামি নয়। তাই সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা সম্ভব।
ব্যাগে প্রসাধনী :
অনেক সাধারন পরিবারের মহিলাদের ব্যাগে সাধারণত প্রসাধনের কিছু সামগ্রী থাকে। বাড়ির বাইরে বা যাঁরা অফিসে যান তাঁরা ব্যাগে টুকিটাকি কিছু প্রসাধনী রাখেন। শুটিং হোক বা অন্য কোনও জায়গা, টাবুর ব্যাগেও সব সময় লিপ গ্লস, কাজল, পারফিউম, একটা উজ্জ্বল লিপস্টিক এবং পেট্রোলিয়াম জেলি থাকে। যা বোঝা যাচ্ছে, পেট্রোলিয়াম জেলি টাবুর ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার প্রধান উপাদান।
প্রতিদিন নানা ব্যস্ততার মাঝেও অভিনেত্রী টাবু নিজের ত্বকের যত্নে এই নিয়মগুলি মেনে চলেন। আর তাইতো তাঁর বয়সের ঘড়ি ৫০ পেরিয়ে গেলেও টাবুকে দেখে একটুও বোঝার উপায় নেই। জীবনের মাঝবয়সেও লাস্যময়ী তরুণীর মতো রয়ে গিয়েছেন টাবু। আজও নিজের ভুবনমোহিনী হাসি দিয়ে বহু মানুষের হৃদয় জুড়ে বিরাজ করেন সুন্দরী অভিনেত্রী টাবু।