এখন ভারত : এসএসসি দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সেইমতো বুধবার কেন্দ্রীয় সংস্থার তলবে হাজিরা দিতে সকাল ১০টা ১৫ নাগাদ নাকতলার বাড়ি থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর নির্ধারিত সময় সকাল ১১টার আগেই তিনি নিজাম প্যালেসে পৌঁছোন। এই নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দ্বিতীয়বার তলব করা হল। এসএসসি’র প্যানেল নিয়ে বাগ কমিটি যে রিপোর্ট দিয়েছে তা নিয়েই তাঁকে প্রশ্ন করা হবে বলে সূত্রের খবর।
এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। সূত্রের খবর, আদালতের নির্দেশে গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, এসএসসি-র উপদেষ্টা কমিটি তিনি গঠন করেছেন ঠিকই, কিন্ত সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। এমনকি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না। তাই এই সব বিষয়ে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
গত বুধবার কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। তাই দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেয় সিবিআই।