টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে মাঠে উপস্থিত থালাইভা রজনীকান্ত। উচ্ছ্বসিত দর্শকরা।

Follw Us Now

 টি-টোয়েন্টি ক্রিকেটে দাপটে ধীরে ধীরে নাকি জনপ্রিয়তা হারাতে বসেছে পঞ্চাশ ওভারের ক্রিকেট ম্যাচ। চারিদিকে যখন ওয়ানডে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট এক্সপার্টরা সংশয় রয়েছেন  ঠিক সে সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ দেখতে উপস্থিত হলেন ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার থালাইভা রজনীকান্ত। স্টেডিয়ামে তাকে দেখে উচ্ছ্বসিত ভারতীয় দর্শকরা।

 ৭২ বছরের এই অভিনেতা এদিন উপস্থিত ছিলেন স্টেডিয়ামে তাকে জয়েন্ট স্ক্রিনে দেখাতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে বাতেন মাঠে উপস্থিত দর্শকরা তবে এই ম্যাচে বোলিংয়ের দিক থেকে পারফরম্যান্স ভালো থাকলেও ভারতীয় ব্যাটিং লাইনআপকে কিন্তু যথেষ্ট নড়বড়ে দেখিয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত মোঃ শামী মোহাম্মদ সিরাজরা বেশ ভালোই শুরু করেছিলেন তবে ভারতের ব্যাটিংয়ে ইনিংস শুরু হতেই সমর্থকদের উচ্ছ্বাস যেন অনেকটাই কমে যায়

এদিন মাত্র ৩৯ রানে চার উইকেট চলে যায় ভারতের ঈশান কিষান বিরাট কোহলি সূর্য কুমার যাদব রা এদিন ভালো খেলেননি শেষমেষ কে এল রাহুল এবং রবীন্দ্র জাদে যা জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে । এদিন ভারতীয় ব্যাটিং সুপার-ডুপার হিট হয়নি ঠিকই তবে শেষমেষ পাস মার্ক পেয়ে ম্যাচ নিজেদের পকেটেই পুড়ে ফেলে ভারতীয় শিবির।

এদিকে পর্দার সুপার হিরো তথা থালাইভা হিসেবে সুপরিচিত রজনীকান্ত এদিন গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের মধ্যে এক আলাদা আবেগ উন্মাদনার সৃষ্টি করেন তবে ক্যামেরার সামনে রিটেক অপশন থাকলেও ক্রিকেটে কখনোই রিটেক হয় না এদিন ভারতের ব্যাটিং ভালো মন্দ মিশ্রিত ছিল তবে দিনের শেষে টিম ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে ম্যাচ জেতায় খুশি ভারতীয় ক্রিকেটে সমর্থকরা

বর্ডার গাভাসকার ট্রফিতে জয় ইতিমধ্যেই এসেছে এবারে ওডিআই সিরিজে ফলাফল কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে তবে প্রথম ম্যাচে অজুদের বিরুদ্ধে জয় আসলেও একাধিক প্রশ্ন কিন্তু থেকেই গেল টিমের ব্যাটিং কে নিয়ে টিমের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা এদিন ভালো রান করেননি, বিষয়টি নিয়ে পরের ম্যাচের আগেই  চিন্তা ভাবনা করতে হবে টিম ইন্ডিয়াকে।

ট্রেন্ডিং খবর