খোঁজ মিলেছে দুনিয়ার সবচেয়ে রঙিন রামধনু মাছের

Follw Us Now

 

এই দুনিয়ায় কত বিচিত্র ধরনের প্রাণী না রয়েছে। কিছু প্রানী দেখে রীতিমত অবাক হতে হয়। দেখে মনে হয় যেন, তাদের নানান রঙে রঙিন করে তোলা হয়েছে। রঙেই খোলে সৌন্দর্য। বাহারি রঙে রাঙানো এমনই একটি মাছ রয়েছে আমাদের এই দুনিয়ায়। দুনিয়ার সবচেয়ে রঙিন মাছ হিসাবে খ্যাত। এই মাছের শরীরে প্রায় সব রংই উপস্থিত। খোঁজ মিলেছিল মলদ্বীপের সমুদ্রে। সম্পূর্ণ আলাদা প্রজাতির এই মাস্টি। সমুদ্রের তলায় প্রবালের মধ্যে থাকে। এই প্রবাল ঘরকে টয়লাইট রিফসও বলা হয়। আবির রঙে রাঙানো এই জীবের নাম দেওয়া হয়েছে রোজ ভিল্ড ফেয়ারি রাসে। ‘রামধনু মাছ’ নামেও ডাকা হয়।
ন্যাশনাল ওশিয়ানক অ্যান্ড অ্যাটমস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, ভারত মহাসাগরে পাওয়া যায় এই রামধনু মাছ। এরা সাধারণত সমুদ্রের গভীরে প্রবালের মাঝে থাকে। ১৯৯০ সালে প্রথম এই মাছের প্রথম খোঁজ মেলে। তখন এটিকে ভেলভেট ফেয়ারি বলে মনে করা হচ্ছিল। তবে পরে গবেষণায় জানা যায়, এটি ভিন্ন প্রজাতির একটি মাছ। মহিলা ফেয়ারি রেসে-তে লাল, গোলাপি ও নীল রং বেশি। যা ভেলভেট ফেয়ারির মতোই। তবে পুরুষ মাছের মধ্যে হলুদ রং দেখা গিয়েছে।  
রামধনু মাছের লেজ অনেকটা লম্বা। অ্যাকোরিয়ামে রাখা হয় এই মাছ।
অস্ট্রেলিয়ার সিডনির বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এই মাছের প্রজাতি একেবারে অভিনব। নানান রঙে রাঙানো এই মাছ দেখলে মনে হয় যেন, কোনও শিল্পী নিখুঁত হাতে এদের শরীরে তুলির টান দিয়েছেন। এদের সংরক্ষণ করার জন্য পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন গবেষকরা। এখনও পর্যন্ত রঙিন মাছের ৮টি আলাদা প্রজাতির খোঁজ মিলেছে। এই মাছকে মলদ্বীপের স্থানীয় ভাষায় গোলাপ বলা হয়। 

ট্রেন্ডিং খবর