এখন ভারত : ছোটবেলায় আমরা অনেকেই কাগজ দিয়ে ফুল, পাখি উড়োজাহাজ কত কিছুইনা তৈরি করেছি। কিন্তু কাগজ দিয়ে তৈরি শিশুমনের এসব খেলনাও কখনও বিশ্বরেকর্ড গড়তে পারে? একথা কেউ কখনও ভেবেছেন বলে মনে হয় না। কিন্তু এই কাজই করে দেখালেন তিন যুবক। বলা ভালো অসাধ্য সাধন করেছেন দক্ষিণ কোরিয়ার তিন বন্ধু। তাদের তৈরি করা কাগজের উড়োজাহাজ ২৫২ ফুট দূরত্ব অতিক্রম করে এক নজির গড়েছে। তৈরি করেছে বিশ্ব রেকর্ড। এমনটাই জানা গিয়েছে আমেরিকার সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের তরফে। সেই প্রতিবেদন অনুসারে, কাগজ দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন মালয়েশিয়ার চে ইয়ে জিয়ান এবং দক্ষিণ কোরিয়ার শিন মো জোওন ও কিম ইউন তায়ে। কাগজের উড়োজাহাজের নকশার পরিকল্পনা চে ইয়ে জিয়ানের মস্তিষ্ক প্রসূত। শিন মো জোওন কাগজ ভাঁজ করে সেটি বানিয়েছেন। আর উড়োজাহাজটি উড়িয়েছেন কিম ইউন তায়ে। ইকো তিনজনের মধ্যে আর হাতের ছোঁয়ায় কাগজের তৈরি সেই উড়োজাহাজটি
দক্ষিণ কোরিয়ার একটি স্টেডিয়ামে আকাশে উড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একবার এই উড়োজাহাজ ২৫২ ফুট সাত ইঞ্চি দূরত্ব অতিক্রম করে তাক লাগিয়ে দেয়। গিনেস বুকে নাম ওঠায় উচ্ছ্বসিত এই তিন যুবক।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের দাবি, এই প্রথম কাগজের তৈরি উড়োজাহাজ এতটা পথ অতিক্রম করল। জানা গিয়েছে, এর আগের রেকর্ড ছিল জো আইয়ুব ও জন এম কলিন্সের। ২০১২ সালে কলিন্সের নকশা করা ও আইয়ুবের ওড়ানো উড়োজাহাজ ২২৬ ফুট ১০ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিল।