এখন ভারত : ফের একবার রিচার্জ প্ল্যানে দাম বাড়াতে পারে টেলিকম কোম্পানিগুলি। জানা যাচ্ছে, এয়ারটেল, জিও, ভিআই-র মতো কোম্পানিগুলি প্রিপেইড প্ল্যানে ডেটার সঙ্গে টকটাইমের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রতি এরকমই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। দীপাবলির আগে কোম্পানিগুলি এই ঘোষণা করতে পারে এবং তা সত্যি হলে এ নিয়ে গত বছরের নভেম্বরের পর ফের একবার মোবাইল রিচার্জের দাম আরও বাড়তে চলেছে।
ইটি টেলিকম রিপোর্ট বলছে, এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়া প্রায় ১০% প্রিপেইড শুল্ক বাড়াতে চাইছে। রিপোর্টে বলা হয়েছে, ওই ৩ কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানে ১০-১২% বাড়ানোর পরিকল্পনা করছে। আর এভাবে, কোম্পানিগুলি অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার ২০০ টাকা, ১৮৫ টাকা ও ১৩৫ টাকা বাড়াতে পারবে।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এই ৩ কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল। যদিও তাতে তাদের গ্রাহক সংখ্যা খুব একটা পরিবর্তন হয়নি। কোম্পানিগুলিকে মার্চে ক্ষতির মুখোমুখি হতে হয়নি। যার জন্য নতুন করে ফের একবার তারা দাম বাড়াতে পারছে।
টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, আগামী ২০২৩ অর্থবর্ষের শেষে এই ৩ কোম্পানি ৪ কোটি নতুন গ্রাহক তৈরি করবে। তবে দাম বাড়ানোর বিষয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল এখনও কিছু জানায়নি।