এক ধাক্কায় ১৩৫ টাকা কমল রান্নার গ্যাসের দাম

Follw Us Now

 

 এখন ভারত : মাসের শুরুতেই এক বড়োসড়ো স্বস্তির খবর। কয়েকদিন আগেই তেলের দাম কমেছে। এর মাঝে আবার স্বস্তি দিয়ে একলাফে সস্তা হয়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। সম্প্রতি চড়চড়িয়ে বাড়ছিল গ্যাসের দাম। এক মাসের মধ্যে ২ বার ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছিল। গত ৭ মে প্রথমে ৫০ টাকা দাম বেড়েছিল, তারপর আবার ১৯ মে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়। আর এতেই সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। 

তবে এবার ১৩৫ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম। যদিও গ্যাসের নতুন দাম অনুযায়ী, এক্ষেত্রে খুব একটা সুবিধা পাবেন না ঘরোয়া এলপিজি সিলিন্ডার গ্রাহকরা। কারণ ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে নতুন দাম অনুযায়ী কোনো পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ১৯ মে-এর দাম অনুযায়ী একই রয়েছে। ১৩৫ টাকা সস্তা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডার। অর্থাৎ এই সুবিধা পাওয়া যাবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে।

১ জুন ঘোষণা করা গ্যাস সিলিন্ডারের নতুন দাম অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ২৪৫৪ টাকার পরিবর্তে কমে হল ২৩২২ টাকা। দিল্লিতে ২৩৫৪ টাকার পরিবর্তে গ্যাস সিলিন্ডার কিনতে হবে ২২১৯ টাকায়। আর মুম্বইতে সেই সিলিন্ডার পাওয়া যাবে ২১৭১ টাকায় ও চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার পাবেন ২৩৭৩ টাকায়। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৩৫ কমায় এবার অন্যান্য জিনিসের ক্ষেত্রেও দাম কমবে বলেও আশা করা হচ্ছে।

ট্রেন্ডিং খবর