একবার বিনিয়োগেই প্রতিমাসে ১২ হাজার, আকর্ষণীয় পলিসি এলআইসির

Follw Us Now

এখন ভারত : অবসরগ্রহণের পরেও প্রত্যেকেরই প্রতি মাসে নির্দিষ্ট অর্থের প্রয়োজন হয়। তাই অবসর গ্রহণের আগেই দরকার এ নিয়ে সঠিক প্ল্যানিং। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না কোথায় কিভাবে বিনিয়োগ করবেন। বিমা সংস্থাগুলির মধ্যে অন্যতম  নাম হল এলআইসি। বারাবরই গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের পলিসি বাজারে নিয়ে আসে এই বিমা সংস্থা। এবার তারা নিয়ে এলো পেনশন হোল্ডারদের জন্য একটি বিশেষ পলিসি। 


জেনে নিন কী সুবিধা পাবেন এই পলিসিতে-


সম্প্রতি আকর্ষণীয় একটি পলিসি লঞ্চ করেছে এলআইসি। সেটি হল একবার বিনিয়োগ করলেই আপনি প্রতিমাসে পেতে পারেন ১২০০০ টাকা করে পেনশন। এক্ষেত্রে গ্রাহকের ন্যূনতম বয়স হতে হবে ৪০ বছর। সর্বাধিক বয়স হতে হবে ৮০ বছর। আপনি যদি সম্প্রতি অবসর নিয়ে থাকেন তাহলে তিনি পিএফ এবং গ্র্যাচুইটি থেকে অর্থ পেয়েছেন। সেই অর্থ নিশ্চিন্তে এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন।এককালীন ৩০ লক্ষ টাকা এলআইসি-তে জমা করলে প্রতিমাসে ১২,৩৮৮ টাকা করে পেনশন পেয়ে যাবেন। এর কোনও সময়সীমা নেই, বিনিয়োগ করা গ্রাহক যতদিন বাঁচবেন ততদিন এলআইসি-র তরফে এই পরিমাণ পেনশন পেয়ে যাবেন। 

এছাড়াও রয়েছে লোনের সুবিধা। রয়েছে লোন নেওয়ার সুবিধা

LIC Saral Pension Plan-এ পলিসি শুরু হওয়ার ৬ মাস পরে লোন নিতে পারেন। 

ট্রেন্ডিং খবর