এখন ভারত : কলকাতায় এসে প্রথমে ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করেছেন বাংলাদেশের হিরো আলম। এবার রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ড করলেন। নিজের ফেসবুক পেজে তার ছবি ও ভিডিও-ও পোস্ট করেছেন। ‘তুমি ছাড়া আমি কী করে বাঁচি’ এই গানটিই গেয়েছেন হিরো আলম ও রানু মণ্ডল। লেকটাউনের স্টুডিওতে হয়েছে রেকর্ডিং। নজরুল কবীরের লেখা গানের সুর সাজিয়েছেন এফ এ প্রীতম। প্রযোজনায় যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল।
এই একই টিম নিয়ে ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ গানের রেকর্ড করেন হিরো আলম। বীরভূমের ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের উপস্থিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তাঁর বাদাম গানে নাচতে ব্যস্ত। অন্যদিকে, শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম। তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন। এঁদের দু’জনের মতোই ভাইরাল তারকা রানু মণ্ডলও। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল তাঁর। হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও করেছেন তিনি। তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। তবে এবার তাঁর সঙ্গে গান রেকর্ড করছেন বাংলাদেশের হিরো আলম।