রানাঘাটে রেল অবরোধ নিত্যযাত্রীদের, ব্যাহত পরিষেবা

Follw Us Now

 

এখন ভারত : অফিস টাইমে রেল অবরোধ পূর্ব রেলের শিয়ালদা-লালগোলা শাখার রানাঘাট জংশন স্টেশনে। বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ বলে জানা গিয়েছে। এদিকে সাতসকালে এই অবরোধের জেরে রানাঘাট স্টেশন হয়ে চলাচল করা সব আপ ও ডাউন ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। চরম ভোগান্তির মধ্যে পড়েন শিয়ালদা-লালগোলা শাখার নিত্যযাত্রীরা। প্রায় পৌনে দু’ঘন্টা ধরে চলে অবরোধ। অবশেষে রেলের তরফে আশ্বাস পেয়ে ১০টা ২৫ নাগাদ অবরোধ ওঠে।  

অবরোধকারীদের অভিযোগ, মেমু ট্রেনটি মূলত লালগোলা ও রানাঘাটের মধ্যে চলাচল করে। কিন্তু সেটি রানাঘাটে আসতেই তারপর তাকে শিয়ালদা লোকাল করে দেওয়া হয়। ফলে একই ট্রেনে চেপে লালগোলা থেকে শিয়ালদা আসা যায়। এদিকে রানাঘাট থেকে যাঁরা ওঠেন, তাঁরা ঠিকভাবে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পান না।

তার উপর আবার ট্রেন তাকে একেবারে অপরিষ্কার। বাধ্য হয়েইশএই মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট থেকে লোকাল ট্রেনের রেক দেওয়ার আবেদন জানিয়েছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের আবেদনের কোন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। শেষমেষ কোনও উপায় না দেখে অবরোধের পথই বেছে নেন নিত্যযাত্রীরা।

ট্রেন্ডিং খবর