EKHON BHARAT :- বন্দিরা একেবারেই বন্দিহীন! কী বলতে চাইছি বুঝতে পারছেন না নিশ্চয়ই? বা হয়তো ভাবছেন বন্দিদের আবার কীভাবে বন্দিহীন অবস্থায় রাখা হয়? আসলে আদালতের বাইরে দাঁড় করানো ছিল পুলিস ভ্যান। আর সেই পুলিস ভ্যানে ছিল ৩ বন্দি। সেই পুলিস ভ্যানে ছিল না কোনও প্রহরী। এমন সুযোগ কখনও হাতছাড়া করা যায় ? ব্যস, সুযোগ বুঝে কাজ হাসিল করল ৩ বন্দি! পুলিসকর্মীরা চা খেতে যেতেই ভ্যানের দরজা খুলে যে যেদিকে পেরেছে দে ছূট মারল ৩ বন্দি। ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে। ভ্যান থেকে বন্দিদের পালানোর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
ঝাঁসির রেলওয়ে কোর্টে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল তিন অভিযুক্তকে। কিন্তু পুলিস হেফাজত থেকে পালিয়ে যায় তারা। ঘটনাটি ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, আদালতের বাইরে অবস্থানরত পুলিস ভ্যানের ভিতরে থাকা আসামীদের নিরাপত্তাহীন অবস্থায় রাখা হয়েছে। এমন সূবর্ণ সুযোগ পেয়ে ৩ আসামী ভ্যানের দরজা খুলে পালায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে তিন অভিযুক্ত পুলিস ভ্যান থেকে বেরিয়েই রাস্তায় দৌড়াতে শুরু করে। জানা যায়, ঘটনার সময় ভ্যানের ভিতরে প্রায় ৭ জন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে ৩ আসামী পুলিসের হেফাজত থেকে পালিয়ে যায়।
পুলিশ চা খেতে যেতেই ভ্যান থেকে পগারপার ৩ বন্দি! ভাইরাল ভিডিও দেখলে হয়ে যাবেন অবাক
হোয়াটসঅ্যাপ-এ ভারতীয় ক্রিকেট দলকে ফলো করতে চান? জেনে নিন কীভাবে!
মঙ্গলবার দুপুরে ১১ জন পুলিস কর্মকর্তা ঝাঁসির রেলওয়ে কোর্টে হাজিরার জন্য ৭ বন্দিকে নিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে ৩ অভিযুক্ত ব্রজেন্দ্র, শৈলেন্দ্র এবং জ্ঞানপ্রসাদ পুলিসি হেফাজত থেকে চম্পট দেয়৷ পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা রেলস্টেশন থেকে মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির দায়ে জেল খাটছে। পলাতক বন্দিরা এখনও অধরা। তবে শিগগিরই সব আসামীকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। ওদিকে দায়িত্বে গাফিলতির দায়ে ৩ সাব-ইনসপেকটর সহ ৮ জন পুলিস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কমিটিও গঠন করা হয়েছে। পলাতক আসামীদের ধরতে দুটি টিম গঠন করা হয়েছে। তবে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তরপ্রদেশ পুলিশের সমালোচনায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।