স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল মাতৃহারা দুই শিশু, দায়িত্ব নিলেন রাজ্যের মন্ত্রী

Follw Us Now

সৎ মায়ের তাচ্ছিল্যপূর্ণ ব্যবহারের অভিযোগ |স্টেশন চত্বরে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছিল দুই শিশু খবর পেয়ে তাদের উদ্ধার করেন কালনা জিআরপি-র ওসি খবর পেয়ে দুই শিশুর দায়িত্ব নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এখন থেকে শিশু দু’টির মনতুন ঠিকানা মন্ত্রীর অনাথ আশ্রম

স্টেশন চত্তর থেকে উদ্ধার হওয়া দুটি শিশুর পাশে পরিত্রাতা হয়ে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শিশু দুটির ভরণপোষণের দায়িত্ব নিলেন তিনি। এবার থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় মন্ত্রীর অনাথ আশ্রমেই থাকবে দুইভাই শংকর মাঝি ও মিলন মাঝি। মিলন ও শংকরকে ওখানে রাখার অনুমতি দিয়েছেন তাদের বাবাও।

জানা যায়, কাজের সূত্রে সুলতানপুরে থাকে মাঝি পরিবার। সেখানে শংকর ও মিলনের মা মার যান। এরপর ফের বিয়ে করেন শংকর ও মিলনের বাবা। কিন্তু সৎমায়ের তাচ্ছিল্যপূর্ণ ব্যবহারে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই দুই খুদে। এরপর সেখান থেকে কোনওভাবে সমুদ্রগড় স্টেশনে পৌঁছে যায় তারা। এদিকে সেখানে অসহায়ভাবে দুই শিশুর এদিক ওদিক ঘুরে বেড়ানোর খবর পৌছে যায় কালনা জিআরপি-র ওসির কাছে। তিনি ওই শিশু দু’টিকে উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে যান।

এরপরে মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে শিশু দু’টিকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় নিজের অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হন তিনি। যোগাযোগ করা হয় মিলন ও শংকরের বাবার সঙ্গে। তিনি সন্তানদের অনাথ আশ্রমে পাঠাতে সম্মত হন।

কালনা জিআরপি-তে পৌঁছে যান স্বপন দেবনাথ। ছেলে দু’টির সঙ্গে পরিচয় হয় তাঁর। জানা যাচ্ছে, রবিবার রাতে পিসির বাড়িতে থাকবে মিলন ও শংকর। পরদিন সকালে তাদের নিয়ে যাওয়া হবে অনাথ আশ্রমে। সেখানেই অনাথ আশ্রমের বাকি শিশুদের সঙ্গে থাকবে মিলন ও শংকর। শিশু দু’টির পরিবারকেও অনাথ আশ্রম থেকে ঘুরে আসার আমন্ত্রণ জানান মন্ত্রী। মন্ত্রীর এই ভূমিকায় খুশি সকলেই।

উল্লেখ, বহুদিন ধরেই ওই অনাথ আশ্রমটি চালান মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকজন শিশু থাকে। সেখানে শিশুদের পড়াশোনা খাওয়া দাওয়া-সহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন মন্ত্রী নিজে। এবার সেখানে জায়গা হল মিলন ও শংকরও। এতে তাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হল বলেই মনে করছেন সবাই। এদিকে নতুন আস্তানা পেয়ে বেজায় খুশি মিলন ও শংকরও।

ট্রেন্ডিং খবর