ekhon bharat :- রাস্তাঘাটে বেড়েছে টোটোর দৌরাত্ম্য। যাত্রীদের সুবিধা হলেও এই দৌরাত্মর জেরে নাজেহাল হচ্ছেন অন্য গাড়ির চালক এমনকী পথচারীরাও। দুর্ঘটনাও কম ঘটছে না। এই দৌরাত্ম্য ঠেকাতে গত কয়েক বছর ধরেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তরফ থেকে। তবে সেই সকল নির্দেশিকা সঠিকভাবে পালন করা হয় না বলে অভিযোগ উঠেছে। এছাড়া টোটো পরিবেশবান্ধব হওয়ার কারণে সারাদেশে প্রোমোট করা হলেও বেআইনি টোটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাতে লাগাম টানার জন্য এবার ৬ দফা গাইডলাইন প্রকাশ করা হলো। এই গাইডলাইন মেনে টোটো চালকদের রাস্তায় টোটো চালাতে হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে সরকারের তরফে। এবার জেনে নেওয়া যাক ৬ দফা সেই গাইডলাইন সম্পর্কে-
অবৈধ টোটো তৈরি বন্ধ করতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি টোটো তৈরি করতে চান তাহলে তাকে বৈধ অনুমতি নিয়ে তৈরি করতে হবে। টোটো চালকরা যাতে নির্দিষ্ট এলাকার মধ্য দিয়ে নিজেদের যানবাহন চালাতে পারেন তার জন্য এলাকা ভাগ করে দেওয়া হবে। এখন থেকে ইচ্ছে মতো যেকোন এলাকায় ঢুকে পড়া চলবে না কারণ এতে ভিড় বাড়ে। আদালতের তরফে রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চালানো নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য এবং জাতীয় সড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে আদালতের নির্দেশে। যানজট ঠেকাতে টোটো চালকদের মধ্যে সময় ভাগ করে টোটো চালাতে হবে।
টোটোর দৌরাত্ম্য ঠেকাতে করা ব্যবস্থা রাজ্যের! জারি হল ৬ দফা গাইডলাইন
ট্যাক্স ব্যবস্থার নিয়মে বদল! অক্টোবর থেকে বড় পরিবর্তন আনছে মোদী সরকার
একজন টোটো চালককে নিজের এলাকাতেই টোটো চালাতে হবে। রিজার্ভের ক্ষেত্রে যদি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে যাত্রীকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। তবে ফেরার সময় নিজের এলাকার যাত্রী পেলে তাকে নিয়ে আসা যাবে। কিন্তু নিজের এলাকা বাদ দিয়ে অন্য এলাকার যাত্রী বহন করা যাবে না। একজন ব্যক্তির কেবলমাত্র একটি টোটো থাকবে। অনেক সময়ই দেখা যায়, এক ব্যক্তির একাধিক টোটো রয়েছে। এক্ষেত্রে যদি এলাকা ভাগ করে দেওয়া হয় অথবা সময় বেঁধে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির হিসাবেই টোটো চালাতে হবে।