রাজ্যের টোটো নতুন নিয়ম
EKHON BHARAT :- যাত্রী সুবিধার্থে পরিষেবা দিতে রাস্তাঘাটে ব্যাপক বেড়েছে টোটো বা টুকটুকের। জাতীয় সড়ক থেকে পাড়ার অলিগলি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে হালকা ব্যাটারি চালিত এই গাড়ি। এই যানের জনপ্রিয়তা বাড়ায় এবং চাহিদা থাকায় বহু গরিব ও বেকার ছেলেরা টোটো চালিয়ে রোজগার করা শুরু করেছেন। কিন্তু বেকাররা লাগামহীনভাবে টোটো রাস্তায় নামিয়েছেন। বিভিন্ন পুর এলাকায় প্রচুর সংখ্যায় টোটো চলছে। কিন্তু আশপাশের গ্রামীণ এলাকা থেকে হামেশাই শহরে টোটো ঢুকে পড়ায় যানজট আরও তীব্র হচ্ছে। এতে দুর্ঘটনাও কম ঘটছে না। বিষয়টি নিয়ে আমজনতার পাশাপাশি শহরাঞ্চলে টোটো চালকরাও বিরক্ত।
দু’পক্ষই এই বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহণকর্তাদের বিষয়টি নিয়ে একটি সুস্পষ্ট নীতি প্রণয়নের নির্দেশ দেন। এরপর রাজ্য পরিবহন দফতর পুরসভাগুলির সঙ্গে কথা বলে টোটো নিয়ন্ত্রণের একটি সুস্পষ্ট বিধি জারি করেছে। সেখানে বলা হয়েছে,
কিউআর কোড লাগানো টোটোই একমাত্র বৈধ। এর বাইরে অন্য কোনও টোটোর রাস্তায় চললে তা বাতিল করা হবে বা বাজেয়াপ্ত করবে পরিবহণ দফতর।
গ্রামের টোটো শহরে প্রবেশ করতে পারবে না। করলেই তা বাজেয়াপ্ত করা হবে।
টোটো চালকদের সংশ্লিষ্ট পুরসভা থেকে রুট পারমিট নিতে হবে। তবে রাস্তায় টোটো নিয়ে নামতে পারবেন তারা
একজনের নামে একটি টোটোর’ই রুট পারমিট দেওয়া হবে।
এদিকে এই নিয়ম জারি করার ফলে গ্রামাঞ্চলের টোটো চালকদের অনেকের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ গ্রামের থেকে শহরে যাত্রী বেশি। যদিও রাস্তাঘাটে যানজট এড়াতে নিয়ম বিধি চালু করা ছাড়া আর কোনও উপায় ছিল না। এমনটাই দাবি করা হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যের প্রায় চল্লিশটি পুর এলাকায় টোটো চলাচল নিয়ে এই নতুন নিয়ম চালু হয়েছে। ফলে দুর্গাপুজোর আগেই রাস্তাঘাটে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
আরও খবর- হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?
রাস্তায় এত ঘন্টা চলবে টোটো! রাজ্যের টোটো চালকদের জন্য নতুন নিয়ম চালু
তবে এই পরিস্থিতিতে অনেকটাই বিকল্প পথে হেঁটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা। তারা টোটো চালকদের জীবিকার কথা ভেবে একটা অন্যরকম নিয়ম চালু করেছে। বহরমপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, সারাদিনে মোট ১৭ ঘণ্টা টোটো চলতে পারবে।
প্রথম ৯ ঘণ্টা বহরমপুর শহর এলাকার টোটো চালকরা নিজস্ব টোটো চালাবেন রাস্তায়। পরের ৯ ঘণ্টা আশেপাশের গ্রামাঞ্চলের টোটো চালকদের টোটো চালানোর সুযোগ দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে যাতে গ্রামাঞ্চলের টোটো চালকরা জীবিকা সঙ্কটে না পড়েন। তাই তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।