হাওড়া সাঁকরাইলে গুদামে আগুন
মহালয়ার সকালে ভয়ঙ্কর ছবি হাওড়ার সাঁকরাইলের তেলের কারখানার।ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন। শনিবার সকাল ৭টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। প্রথমে গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে বাইরেও আগুন ছড়িয়ে পড়ে। গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। উত্তাপে গুদামের সামনেই রাস্তায় টগবগ করে ফুটছে তেল। গোটা এলাকা গিয়ে খেয়েছে কালো ধোঁয়া। প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছোন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং জেলাশাসক দিপাপ পি।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ১০ টা পাম্প লাগানো রয়েছে। বড় গাড়ি চলছে। তার সঙ্গে ৬-৭টা ছোটো পাম্পও লাগানো রয়েছে। কয়েকটি জায়গায় ‘ওপেন ওয়াটার’পাওয়া যাচ্ছে। যে পরিমাণ জলের প্রয়োজন, খুঁজে নিয়ে আনতে হচ্ছে অন্যত্র থেকে।
গুদামের ভিতরে থেকে জলের সঙ্গে ভেসে আসে তেল। রাস্তা সেই তেলে ভাসছে। গরম সেই তেল রাস্তার ওপরেই টগবগ করে ফুটছে। এখনও পর্যন্ত কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গোটা কারখানাটির একাংশ আগুনের তীব্রতায় ভেঙে পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
আরও খবর- বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, বক্সারে নর্থইস্ট এক্সপ্রেসের কামরা ছিটকে মৃত্যু, আহত বহু
হাওড়া সাঁকরাইলে ভোজ্য তেলের গুদামে আগুন, রাস্তায় টগবগ করে ফুটছে তেল
উল্লেখ্য, গত গত জুলাইতেও হাওড়ার মঙ্গলাহাটে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার চার মাসের মধ্যে আবার হাওড়ায় অগ্নিকাণ্ড ঘটল। এদিকে হাওড়ার এই ভোজ্য তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ঘণ্টা অতিক্রান্ত হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।