পেরুর এই নদীর জল রক্তের মতো লাল, কারণ জানলে শিউরে উঠবেন

Follw Us Now

পেরুর এই নদীর জল রক্তের মতো লাল, কারণ জানলে শিউরে উঠবেন

রহস্য ঘেরা নদী

EKHON BHARAT :-  পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা রহস্যে ভরা। মানুষ সবসময় এই রহস্য সম্পর্কে জানতে ও তার সমাধান করার চেষ্টা করে আসছে। বিজ্ঞানীরা অনেক রহস্য উন্মোচন করেছেন। কিন্তু কিছু অবশ্য আজও অমীমাংসিত। রহস্যেই ঘেরা! তেমনই একটি রহস্য ঘেরা নদীর কথা জানলে শিউরে উঠতে হয়! আর এর জল দেখলে আতঙ্কে পালাবেন আপনিও তা জোর দিয়ে বলা যেতে পারে! ভাবছেন নিশ্চয়ই নদী দেখলে আবার কেউ ভয় পালায় নাকি! হ্যাঁ, এই নদী দেখলে অন্তত তেমনটা হওয়াই স্বাভাবিক ! কারণ এর জলের রং রক্তের মতো লাল। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এমন একটি নদী রয়েছে যার রঙ রক্তের মতো লাল।

প্রতি বছর বহু পর্যটক শুধুমাত্র এই নদী দেখতে এখানে আসেন। নদীর লাল জল দেখে অনেকেই অবাক হন। ভিডিওতে রক্তের রঙের নদী বয়ে যাওয়া দেখে বিশ্বাস করা কঠিন। আসুন জেনে নেওয়া যাক এই নদী সম্পর্কে-

এই নদীটি পেরুর কুস্কোতে রয়েছে। নদীটি স্থানীয়দের কাছে পুকামায়ু নামে পরিচিত। জানা যায়, সারা বছর আর পাঁচটা নদীর জলের রঙের মতোই এই নদীর জলও। তবে শুধুমাত্র বর্ষাকালে রক্তের মতো লাল দেখায় এই জল। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগে নদীর জল রক্তের মতো লাল কেন?

আরও খবর- পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

পেরুর এই নদীর জল রক্তের মতো লাল, কারণ জানলে শিউরে উঠবেন

আসলে যে জায়গা দিয়ে এই নদী প্রবাহিত, সেই জায়গাটি খনিজ পদার্থে সমৃদ্ধ। বিভিন্ন স্তরে বিদ্যমান আয়রন অক্সাইডের পরিমাণ বেশ বেশি থাকার কারণে নদীর জলের রঙ লাল হয়ে গিয়েছে। আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটি ঘটে। বর্ষাকালে নদীর জলে আয়রন অক্সাইড যুক্ত মাটি দ্রবীভূত হয়। এই মাটি ক্ষয়ের কারণে নদীর জল ঘোলা হয়ে লাল হয়ে ওঠে। তাই বর্ষাকালেই এখানে প্রচুর পর্যটক আসেন রহস্যময় এই নদী দেখতে। এই নদীর স্থানীয় নাম পুকামায়ু। কেচুয়া ভাষায় পুকা মানে লাল এবং মায়ু মানে নদী। উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলা এই নদীর ভিডিওটি পুরোনো হলেও বেশ ভাইরাল হচ্ছে।

সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে লাল রঙের নদীর জল দেখে পর্যটকদের মনে হয় যেন তাঁরা অন্য গ্রহের নদী দেখছেন। এই নদীর উৎপত্তি পালকোয়া রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে।

ট্রেন্ডিং খবর