লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো

Follw Us Now

লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো

EKHON BHARAT :- এ কথা আমরা সবাই জানি যে সময় খুবই মূল্যবান। সময়মতো কাজ না করলে বহু ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। যদিও জীবনের চেয়ে বড় কিছুই হতে পারে না। এমন অনেক মানুষ রয়েছেন যারা, যেন সময়ের সঙ্গে পাল্লা দেন। কিন্তু এভাবে পাল্লা দিতে গিয়ে প্রাণ হারানো সম্ভাবনাই বেশি তা তারা ভুলে যান। তাড়াহুড়ো করার চেয়ে দেরি করা বেশি ভাল। কিন্তু কিছু মানুষ এই সত্যটা উপলব্ধি করতে পারেন না। ফলে সময়ের সঙ্গে দৌড়ে হেরে যেতে হয় তাদের। এমন ভুঁড়ি ভুঁড়ি ভয়ংকর ঘটনা সাক্ষী হয়তো থেকেছি আমাদের মধ্যে অনেকেই।

অথচ ভাবলেও অবাক লাগে তারপরেও একাংশ মানুষ আজও অসতর্ক! নিজেদের জীবনের তোয়াক্কাও তাড়া করেন না। সেরকমই একটা ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। সেখানে দেখা গেল, তাড়াহুড়োর বশে রেলগেট পড়া অবস্থাতেই তাতে ধাক্কা মেরে বেরিয়ে গেল একটি অল্টো গাড়ি। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গেট বন্ধ থাকা অবস্থাতেও গাড়ির চালক কীভাবে তার ছোট্ট অল্টো নিয়ে রেললাইন অতিক্রম করে, রেলগেটে ধাক্কা মেরে বেরিয়ে গেলেন, তা দেখে নেটিজ়েনরা হতবাক। ট্রেনটা প্রায় চলেই যাচ্ছিল। কিন্তু মিনিট দুয়েক অপেক্ষা করার মতো ধৈর্য ধরছিল না চালকের। তাই রেলগেট পড়া অবস্থাতেই রেলওয়ে ক্রসিংয়ের নিচ থেকে তাঁকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে। তা সে চেষ্টার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

লাইনে ছুটছে ট্রেন, রেলগেট ভেঙে বেরিয়ে গেল লর্ড অল্টো

শিশুদের টিকিট বিক্রি করেই ‘লক্ষ্মী’ লাভ, কোটি টাকা আয় করল ভারতীয় রেল

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেন আসার জন্য রেলগেট বন্ধ ছিল। রেলগেটে দুপারে অন্য গাড়িগুলো অপেক্ষা করছিল। ট্রেনের আওয়াজও শোনা যায়। কিন্তু হঠাৎই দেখা যায়, রেলগেটের নিচ দিয়ে গাড়ি বের করার চেষ্টা করলেন অল্টো-চালক। অবশ্য তাতে তিনি সফলও হলেন। গাড়ির সামান্য ক্ষতি হল ঠিকই। কিন্তু তাতে কী আর আসে যায়! তিনি যেমনটা চেয়েছিলেন, তেমনটাই করতে পেরেছেন। চালকের এমন ভয়ানক চেষ্টা দেখে সে সময় গেটম্যান ওই গাড়িটার টুক করে একটা ছবি তুলে রাখেন।

সমগ্র ঘটনাটির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ২২ সেপ্টেম্বর ভিডিয়োটি X প্ল্যাটফর্মে @Bihar_se_hai হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এত তাড়াহুড়ো করে করেন যাঁরা, পানের দোকানে গিয়ে গাড়ি থামান তাঁরা।’ ভিডিওটি ঝড়ের দিকে ভাইরাল হয়েছে। যদি ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ চালককে মজাদার মন্তব্য করার পাশাপাশি বহু মানুষ কটাক্ষ করতেও ছাড়েননি।

ট্রেন্ডিং খবর