জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

Follw Us Now

জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

EKHON BHARAT :- রাজ্যের একাধিক জেলায় দিন কয়েক ধরে চলছে টানা বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বেশ কিছু এলাকা। জলে ডুবে থাকা এক সেতু পার করতে গিয়ে দুর্ঘটনা। জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামে। সেচখালের জলের তলায় ডুবে থাকা সেতুর কোনও অস্তিত্ব বোঝাই যাচ্ছিল না উপর থেকে। এই পরিস্থিতিতে সেতু পার হতে গিয়েছিল একটি ট্রাক্টর। কিছু দূর যাওয়ার পরে জলের তোড়ে টাল সামলাতে না পেরে ভেসে যায় ট্রাক্টরটি। কোনওক্রমে লাফিয়ে, সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ট্রাক্টরের চালক-সহ মোট ৬ জন যাত্রী।

এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে দামোদর নদের এক শাখা নদী। গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। একপ্রকার প্রাণ হাতে নিয়েই সেতু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীদের। এদিন সকালে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাচ্ছিল ওই ট্রাক্টরটি। চালক ছাড়াও ট্রাক্টরের দু’পাশের আসনে ও পিছনের ট্রলিতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাক্টর সেতুর উপরে উঠতেই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ট্রাক্টরটি। সেতুর মাঝখানে পৌঁছতেই আচমকা ট্রাক্টরটি সেতু থেকে ডান দিকে সরে যেতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাক্টরের অভিমুখ সামলানোর চেষ্টা চালিয়ে যান চালক। কিন্তু জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় ট্রাক্টরটিকে। বেগতিক বুঝে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রাক্টর থেকে জলে ঝাঁপ দেন চালক ও যাত্রীরা। কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে পৌঁছান তাঁরা।

জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, লাফিয়ে-সাঁতরে প্রাণে বাঁচলেন চালক-সহ ৬

ঘুমে ব্যাঘাত ঘটানোর ফল! রাতভর অসুস্থ বৃদ্ধাকে মারধর আয়ার, পরিণতি ধরা পড়ল সিসিটিভি ফুটেজ..

রামচন্দ্রপুরের বাসিন্দাদের একাংশের তবে দাবি, কজ়ওয়েটি বহু গ্রামের মানুষের যাতায়াতে ভরসা। বর্ষায় জল বাড়লেও তাই অনেক সময়ে জরুরি প্রয়োজনে ঝুঁকি নিতেই হয়। স্থায়ী সেতু গড়ার দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। তবে তা বাস্তবায়িত হয়নি। ট্রাক্টরের মালিক বলেন, “ট্রাক্টরে থাকা লোকজন সুরক্ষিত রয়েছেন, এটাই বড় ব্যাপার। খালে জল বাড়লেও ট্রাক্টরটি যে এভাবে তলিয়ে যাবে, ভাবতে পারিনি।”

এদিকে এই ঘটনার পর বেশ দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সেতুটির উচ্চতা কিছুটা নীচু হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় তাই যত দ্রুত সম্ভব বেশি উচ্চতার সেতু বানানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বরাতজোরে সকলে প্রাণে বাঁচলেও এ ভাবে ঝুঁকি নেওয়ার দরকার ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ট্রেন্ডিং খবর