বনগাঁ হাইস্কুল
স্কুলে যাওয়ার জন্য রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেল ছাত্রটি। তার আশপাশের লোকজন সবাই যে যার মতো চলেছেন রাস্তা দিয়ে। অথচ ছাত্রটি কারও দিকে না তাকিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে রাস্তাতেই। ভিডিওটি দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো ওই পড়ুয়া তার কোনও সহপাঠীর জন্য অপেক্ষা করছে। না আসলে তেমনটা একেবারেই নয় ! ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন কেন সে চলতে চলতে থমকে গেল ! অন্তত ভিডিওতে ভেসে আসা একটি গান আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন! হ্যাঁ এবার ঠিকই বুঝতে পেরেছেন স্কুলে যাওয়ার পথে জাতীয় সংগীত “জন গণ মন”, কানে পৌছতেই মাঝপথেই দাঁড়িয়ে পড়ে ছাত্রটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এমন দৃশ্য সত্যি বিরলতম!
সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ভিডিওর সূত্র অনুযায়ী, বনগাঁ হাইস্কুলের ছাত্র টির স্কুলে পৌঁছোতে একটু দেরি হয়েছে। তাই প্রার্থনা সঙ্গীত সভায় উপস্থিত হতে পারেনি। কিন্তু তাতে কি? লাউড স্পীকারে ভেসে আসছে “জন গণ মন”, । প্রার্থনা সংগীতকে সম্মান জানানোর জন্য সেটাই যথেষ্ট। আর তাই সেটা কানে আসতেই রাস্তায় দাঁড়িয়েই প্রার্থনা সঙ্গীতকে সম্মান প্রদর্শন করে ছাত্রটি।
এটি একটি দেশকে গোটা বিশ্বের কাছে উপস্থাপনের অন্যতম মাধ্যম
জাতীয়তাবাদ প্রকাশের অন্যতম ও সেরা মাধ্যম জাতীয় সংগীত। জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত একটি গান মনে হলেও এটিকে শুধু গান বলে আখ্যায়িত করলে ভুল হবে।এটি একটি দেশকে গোটা বিশ্বের কাছে উপস্থাপনের অন্যতম মাধ্যম। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটায়।কিন্তু বড় প্রশ্ন হলো জাতীয় সঙ্গীত বাজানো কিংবা গাওয়ার ক্ষেত্রে কতটা সচেতন আমরা! এমন দৃশ্য সত্যি বিরলতম। জাতীয় সঙ্গীত যে দেশেরই হোক না কেন তার প্রতি সম্মান প্রদর্শন আমাদের প্রথম নাগরিক কর্তব্য। দুঃখজনক হলেও সত্য যে, আমরা অনেকেই জাতীয় সংগীত গাওয়ার শুদ্ধ ও সঠিক নিয়ম সম্পর্কে জানি না। কখন, কোথায়, কীভাবে এবং কতটুকু গাইতে বা বাজাতে হবে সে বিষয়ে অনেকেই জানেন না। শুধু তাই নয়, জাতীয় সংগীতকে অপমান করার ঘটনাও ঘটে থাকে। তবে আজও হয়তো সব ক্ষেত্রেই ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে যা প্রমাণ করে দেখালো এই ছাত্র। স্বাভাবিকভাবেই প্রার্থনা সংগীতকে ওই ছাত্রের এভাবে সম্মান জানানোর ঘটনা হৃদয় ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিদ্যুৎ গতিতে তা ভাইরাল হয়।