সংসার চালাতে করেছেন সাইকেল মেরামতের কাজ, সফল IAS অফিসারের গল্প শুনলে চোখে জল আসবে

Follw Us Now

এখন ভারত : ভারতের প্রশাসনিক বিভাগের উচ্চ পদস্থ এই আধিকারিক হতে শুধু মনের জোর, অদম্য ইচ্ছা থাকলেই হবে না। একজন যোগ্য আইএএস অফিসার হতে গেলে আপনাকে হতে হবে অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল। ঠিক যেমন বরুণ কুমার বার্নয়াল। অত্যন্ত পরিশ্রম করে যিনি আজ একজন সফল আইএএস অফিসার হয়েছেন।

দেশের প্রশাসনিক বিভাগের শীর্ষ আধিকারিক পদে বসার জন্য তাঁকে কম চড়াই-উতরাই পেরোতে হয়নি। একজন IAS অফিসারের বর্তমান ও ভবিষ্যৎ দেখতে যতটা উজ্জ্বল লাগে ঠিক ততটাই কঠিন সংগ্রাম থাকে তাঁর জীবনে সফলতার পিছনে।

কেমন ছিল IAS বরুণ বার্নয়াল-এর সফলতার পিছনের ইতিহাস? সম্প্রতি এই অফিসারের শেয়ার করা একটি ইউটিউব ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহুর্তের মধ্যে ভাইরাল হওয়া ওই আইএএস অফিসারের জীবনের কঠিন সংগ্রামের ভিডিয়ো মন জিতে নিয়েছে অসংখ্য নেটনাগরিকদের।

ভাইরাল হওয়া ওই ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে, বরুনকুমার যিনি মহারাষ্ট্রের বইসার এলাকার একজন স্থায়ী বাসিন্দা। ভিডিয়োতে বরুণ কুমার জানিয়েছেন, তাঁর বাবার সাইকেল মেরামতির একটি ছোটো দোকান ছিল। সেই দোকান থেকে যা উপাজর্ন হত তা দিয়ে কোনও রকমে তাঁদের সংসার চলে যেত।

এত পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি বাধে বরুণের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ১০ দিন পর। হঠাৎ মারা যান তাঁর বাবা। বাবা তথা পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। জানা গিয়েছে, মাধ্যমিকে টপার হলেও বাবার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন বরুণও। তাইতো নানা প্রতিকূলতা পেরিয়েও নিজের লড়াই চালিয়ে গিয়েছিলেন বরুণ।সেই সময় কলেজে ভর্তির জন্য ১০ হাজার টাকা যোগার করতে ব্যর্থ হন বরুণ। তখন ত্রাতা হিসেবে এগিয়ে আসেন তাঁর বাবার চিকিৎসা যিনি করেছিলেন সেই ডাক্তার। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বরুণকে। কলেজে ভর্তি হওয়ার পর থেকে একের পর এক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে সে।

জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে একটি প্রাইভেট ফার্মে চাকরি পান বরুণ কুমার। তখন জীবনে কিছুটা আর্থিক স্বচ্ছলতা ফিরে আসলেও থেমে থাকেননি বরুণ। এরপর সে শুরু করে দেয় সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি। ২০১৩ সালে সে প্রথম UPSC পরীক্ষায় বসেন এবং ৩২ র‍্যাংক করেন।

ট্রেন্ডিং খবর