ঘুমে ব্যাঘাত ঘটানোর ফল! রাতভর অসুস্থ বৃদ্ধাকে মারধর আয়ার, পরিণতি ধরা পড়ল সিসিটিভি ফুটেজ..

Follw Us Now

ঘুমে ব্যাঘাত ঘটানোর ফল! রাতভর অসুস্থ বৃদ্ধাকে মারধর আয়ার, পরিণতি ধরা পড়ল সিসিটিভি ফুটেজ..

EKHON BHARAT :- বৃদ্ধাকে পরিচর্যার দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল তার পরিচর্যার দায়িত্বে থাকা মহিলার৷ তাতেই মেজাজ সপ্তমে ওঠে সোফিয়া নামে ওই আয়ার। শুরু করে মারধর। যার জেরে মৃত্যু হয় বয়স্ক অসুস্থ মহিলার। আর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। নিজের ফ্ল্যাটেই কীভাবে বয়স্ক মহিলার মৃত্যু হল! বলা ভালো, কীভাবে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল! ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

অসুস্থ মানুষের সেবা বা দেখভাল করার জন্য অনেকেই বাড়িতে আয়া নিযুক্ত করেন। কিন্তু সেবা করতে গিয়ে নিষ্ঠুরতার পরিচয় দিলেন আয়া। আয়ার কাছে নিজের সুবিধা অসুবিধাটাই হয়ে উঠেছিল। আর তাতে সামান্যতম ব্যাঘাত ঘটতেই ভয়ঙ্কর রূপ নেয় সোফিয়া। তার আক্রোশ ছিনিয়ে নিল অসুস্থ এক বৃদ্ধার প্রাণ। কিন্তু সোফিয়ার কোন সুবিধার অসুবিধা করেছিল অসুস্থ এক বৃদ্ধা?

জানা যায়, বৃদ্ধার জন্য রাতের ঘুমের ব্যাঘাত ঘটেছিল সোফিয়ার। আর তাতেই তিনি খেপে ওঠেন। বৃদ্ধাকে মারধর করেন। মারের চোটে মৃত্যু হয় বৃদ্ধার। ১১ সেপ্টেম্বর বাগুইআটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটে মারা যান ৭০ বছর বয়সী ওই মহিলা। দীর্ঘ সাত বছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় বিছানা থেকে উঠতে পারতেন না। নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তাকে দেখাশোনা করার জন্য দুজন আয়া রাখা ছিল নারায়নপুরের এক আয়া সেন্টার থেকে।

ঘুমে ব্যাঘাত ঘটানোর ফল! রাতভর অসুস্থ বৃদ্ধাকে মারধর আয়ার, পরিণতি ধরা পড়ল সিসিটিভি ফুটেজ..

লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল

১১ তারিখ সকালে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয় আসেন। শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের লোকেরা ১৯ তারিখ ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভির ফুটেজ দেখার পর রীতিমতো শিউরে ওঠেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ওই বৃদ্ধাকে দেখাশোনা করার জন্য নিযুক্ত আয়া ১০ তারিখ প্রায় সারা রাত ধরে অত্যাচার করেছে বয়স্কা অসুস্থ মানুষের উপর। এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বাগুইআটি থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সোফিয়াকে।

বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বরিয়া সাগর জানান, পুলিশের জেরায় ধৃত মহিলা স্বীকার করেছেন, তার ঘুমের ব্যাঘাত হওয়ার জন্যই মহিলাকে মারধর করেছিলেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এদিকে এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন অসুস্থ মানুষকে দেখাশোনার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কীভাবে এই কাজ করতে পারেন ?

ট্রেন্ডিং খবর