EKHON BHARAT :- যাত্রী সুবিধার্থে মাঝেমধ্যেই রেল পরিষেবায় নানা নিত্য নতুন ব্যবস্থা চালু করে ভারতীয় রেল। এই মুহূর্তে ভারতীয় রেলের অন্যতম গর্ব সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের বিপুল চাহিদা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যেও। এর মূল কারণ, ট্রেনটি অন্যান্য এক্সপ্রেসের তুলনায় অত্যন্ত কম সময়ের মধ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা একটি পরিসংখ্যান থেকেই স্পষ্ট হতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, বন্দে ভারত থেকে সেন্ট্রাল রেলওয়ে মাত্র ২৫ দিনে আয় করেছে ১০ কোটি টাকা।
সেন্ট্রাল রেলওয়ের কাছে পাওয়া তথ্য অনুসারে, ১৫ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস থেকে রেলের আয় হয়েছে ১০ কোটি টাকা। কোন কোন রুট থেকে কত টাকা আয় হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক-
মুম্বই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস- সোলাপুর বন্দে ভারত ট্রেনটি 93.71 শতাংশ যাত্রী পরিষেবা দিয়ে ২৫ দিনে মোট 1.71 কোটি টাকা আয় করেছে।
অন্যদিকে সোলাপুর- মুম্বই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস বন্দে ভারত এক্সপ্রেসটি 105.09 শতাংশ টিকিটের চাহিদা নিয়ে 1.97 কোটি টাকা আয় করেছে।
সেন্ট্রাল রেলওয়ের অপর একটি বন্দে ভারত এক্সপ্রেস যেটি মুম্বই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে শিরডি পর্যন্ত চলাচল করে 81.88 শতাংশ বুকিং নিয়ে 25 দিনে আয় হয়েছে 1.82 কোটি টাকা।
ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-গোয়া রুটেও চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই রুট থেকে গত 25 দিনে সেন্ট্রাল রেলের আয় হয়েছে 76.11 লাখ টাকা।
অন্যদিকে গোয়া- ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস বন্দে ভারত 75.5 শতাংশ টিকিট বুকিং নিয়ে মোট 72.04 লাখ টাকা উপার্জন করেছে।
টিকিটের চাহিদা তুঙ্গে! মাত্র ২৫ দিনে বন্দে ভারত থেকে রেলের আয় জানলে মাথা ঘুরে যাবে !
বিহারের মুজফফরপুরে ৩০ স্কুলপড়ুয়াকে নিয়ে ডুবে গেল নৌকা, ২০ জন উদ্ধার, চলছে বাকিদের খোঁজ
বিলাসপুর-নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসও এই সময়ে মধ্যে 2 কোটি টাকা আয় করেছে।
সেন্ট্রাল রেলওয়ের জারি করা অফিসিয়াল বিবৃতি অনুসারে, 15 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল রেলওয়ে জোনে বন্দে ভারত ট্রেনে সফরকারী মোট যাত্রীর সংখ্যা 1.22 লাখ।
বিশেষ বিষয় হল, বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি একটি সেমি হাই- স্পিড ট্রেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। মোট ৫০টি রুটে এই বন্দে ভারত চলছে।