ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হতে চলেছে বেঙ্গালুরুতে। 1000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই অফিস তৈরি করা হবে। বেঙ্গালুরুর হালাসুরুতে অবস্থিত কেমব্রিজ লেআউট। সেখানেই এই আধুনিক প্রযুক্তির থ্রি ডি পোস্ট অফিস গড়ে তোলার চুক্তি পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড ।
১০০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি হওয়া এমন থ্রিডি পোস্ট অফিস তৈরি করার ক্ষেত্রে ২৩ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি এই ভবন তৈরি করার ক্ষেত্রে যে সকল প্রযুক্তির ব্যবহার চলছে তা দেখে মুগ্ধ এলাকার বাসিন্দারা এবং সম্প্রতি এই ভবনের টেকনোলজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কর্ণাটক সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এস রাজেন্দ্রকুমার সংবাদমাধ্যমকে জানান, তারা এমন একটি বিকল্প খুঁজছিল যেখানে থ্রি ডি প্রযুক্তির ব্যবহার করে কম খরচে পোস্ট অফিস তৈরি করা যায়।
তিনি আরও যোগ করেন, আমরা মনে করি এটি ভবিষৎ প্রযুক্তি। কম খরচে ঘর-বাড়িও তৈরি করা যেতে পারে এর মাধ্যমে।থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে সরকারি দফতর গড়ে উঠতে দেখে মুগ্ধ হয়েছেন বায়োকন প্রধান এবং উদ্যোক্তা কিরণ মজুমদার শ। টুইট করে সেই উৎসাহ প্রকাশ করেন তিনি।যে প্রযুক্তিতে এমন ভবন তৈরি করার কাজ চালাচ্ছে সরকার সেই প্রযুক্তি আগামী দিনে ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হবে বলে মনে করছেন কর্ণাটক সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এস রাজেন্দ্রকুমার। কারণ এই প্রযুক্তিতে যেমন তাড়াতাড়ি ভবন নির্মাণ সম্ভব ঠিক সেই রকমই খরচ কম হয়।থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করার ক্ষেত্রে একগুচ্ছ সুবিধা রয়েছে।
সব থেকে সুবিধা হল এই পদ্ধতি অবলম্বন করে ভবন নির্মাণ করার জন্য সাধারণ ভবন নির্মাণ করার ক্ষেত্রে যা খরচ হয় তার থেকে অনেক খরচ কম হবে। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ খরচ কম হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ভবন তৈরির কাজ শেষ হয়ে যাবে।থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে সরকারি দফতর গড়ে উঠতে দেখে মুগ্ধ হয়েছেন বায়োকন প্রধান এবং উদ্যোক্তা কিরণ মজুমদার শ। টুইট করে সেই উৎসাহ প্রকাশ করেন তিনি।