পুজোয় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্র! পুরো তথ্য জানুন

Follw Us Now

পুজোয় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্র! পুরো তথ্য জানুন

EKHON BHARAT :- সাধারণ মানুষের কথা ভেবে সারা দেশে একাধিক স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। এরমধ্যে মহিলা ও কন্যাদের জন্য অনেকগুলি বিশেষ প্রকল্পও চালু করেছে, যার মধ্যে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করা হচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে, মোদী সরকার বিনামূল্যে মহিলাদের সেলাই মেশিন দেওয়ার ঘোষণা করেছে। খবরটি ছড়িয়ে পড়তেই নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলিতে সাড়া পড়েছে। কারণে পরিবারগুলোর আসা অন্তত একটি সেলাই মেশিন পেলে রোজকারের পথ প্রশস্ত হবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়েছে, নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই সকলে সহজেই আকৃষ্ট হয়ে যান এই খবরটির প্রতি কারণ এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মহিলা উপকার পেয়ে এসেছেন। এমনকি খবরে এও জানানো হয়েছিল যে একসঙ্গে সকল মহিলাদের এই সুবিধা দেওয়া সম্ভব না হলেও ধীরে ধীরে সেলাই মেশিন দেওয়া হবে। তবে তাদের সকলকে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্তকরণ করে রাখতে হবে আগে থেকে। কিন্তু এরই মধ্যে শোনা গেল আর একটি খবর।

পুজোয় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্র! পুরো তথ্য জানুন

বেআইনিভাবে বড় গাছ কাটার অভিযোগ, বালিগঞ্জে পৌঁছে যেভাবে রুখে দাঁড়ালেন রাজ্যপাল

পিআইবি ফ্যাক্ট চেক থেকে অফিসিয়াল টুইটে লিখে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার “প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন স্কিম 2023” এর আওতায় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করার মতো কোনও স্কিমই চালাচ্ছে না। প্রতারণার উদ্দ্যেশে ভুয়ো খবর রটানো হচ্ছে বলে জানানো হয়েছে PIB-র তরফে। এই পরিস্থিতিতে সরকারের তরফে আবেদন জানানো হয়েছে, এই ধরনের কোনও মেসেজ কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। সরকারি স্কিম সম্পর্কিত তথ্য জানার জন্য কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। যদি কোনও ভাইরাল মেসেজের সত্যতা জানতে হয়, তাহলে যে কোনও ব্যক্তি মোবাইল নম্বর 918799711259 বা [email protected] এ মেইল করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

ট্রেন্ডিং খবর