বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, বক্সারে নর্থইস্ট এক্সপ্রেসের কামরা ছিটকে মৃত্যু, আহত বহু

Follw Us Now

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, বক্সারে নর্থইস্ট এক্সপ্রেসের কামরা ছিটকে মৃত্যু, আহত বহু

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সেই স্মৃতি উস্কে উঠল বুধবার রাতে। এদিন রাত সাড়ে ৯টার কিছু পরে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পরে ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের প্রান হানির খবর পাওয়া গিয়েছে। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা শতাধিক। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের শীর্ষ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু করা হয় উদ্ধারকাজ। আহতদের চিকিৎসার জন্য উপস্থিত মেডিক্যাল টিম। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের। রাতেই দানাপুরের ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে যান। রাতে দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাও। পুলিশ সূত্রে জানা যায় ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় ৪০ কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

লাইনচ্যুত হয়ে যায় ২১টি কামরা। ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু’টি ছিটকে গিয়ে পরে লাইনে। জানা গিয়েছে এক্সপ্রেসটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল। গভীর রাতে ট্রেনের বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে নিয়ে যায় বিশেষ ট্রেন।

ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রেল। রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট বার্তায় জানান,”উদ্ধারকাজ শেষ। সমস্ত বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে শীঘ্রই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।”

আরও খবর- বিহারে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, বক্সারে নর্থইস্ট এক্সপ্রেসের কামরা ছিটকে মৃত্যু, আহত বহু

এর পাশাপাশি রেলমন্ত্রী এও লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।”উল্লেখ্য, ৪ মাস আগেই ওড়িশায় এমনই এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। কেঁপে উঠেছিল গোটা দেশ। লাইনচ্যুত হয়ে একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়। করমণ্ডলের সেই ঘা এখনও দগদগে। আর এরই মধ্যে ফের ঘটে গেল বড়সড় এই রেল দুর্ঘটনা।

ট্রেন্ডিং খবর