লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস
লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের সবকটি কামরাই। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস।প্রাথমিকভাবে ৪-৫টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে অনুমান করা হয়েছিল। পরে পূর্ব-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়, লাইন থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে ট্রেনের ২১টি কামরাই। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। যদিও রেলের তরফে এখনো পর্যন্ত এই বিষয় সঠিক করে কিছু জানানো হয়নি। আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন যাত্রী।
জানা গিয়েছে, দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। দুটি এসি ৩ টায়ার কোচ একে অপরের উপরে উঠে যায়। চারটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসে পৌঁছন পূর্ব-মধ্য রেলওয়ের শীর্ষ আধিকারিকরা। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও, রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের সঙ্গে সঙ্গেই পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়। পাশাপাশি একটি রেকও খালি করে দেওয়া হয়। রাত দুটো নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট বার্তায় জানান, ”উদ্ধারকাজ শেষ। সমস্ত বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে শীঘ্রই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।”
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর রেলের তরফে জানানো হয়েছে, ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে। চারটি কামরা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি হল- এম২ (নবম কোচ), বি৭ (একাদশ কোচ), বি৪ (ষোড়শ কোচ) ও বি৫ (পঞ্চদশ কোচ)। জানা গিয়েছে, প্রথমে দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটে। ওই ছয়টি বগির পর একে একে মোট ২১টি বগি লাইনচ্যুত হয়।
আরও খবর- করমণ্ডল দুর্ঘটনায় ২৮ দেহের দাবিদার নেই, গণদাহের সিদ্ধান্ত
বিহারে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
বক্সার পুলিশ সুপার মণীশ কুমার বলেন, “দুর্ঘটনায় এখনও অবধি চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকরা হাজির রয়েছেন।”
এদিকে, দুর্ঘটনার জেরে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে ২১টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে দুটি ট্রেন, কাশী-পটনা জনশতাব্দী এক্সপ্রেস ও পটনা-কাশী জনশতাব্দী এক্সপ্রেস।