গরিব যাত্রীদের পাশে রেল! মাত্র ২০ টাকায় ভরপেট খাওয়ার দেবে ভারতীয় রেল

Follw Us Now

গরিবদের জন্য নয়া উদ্যোগ নিয়ে এলো ভারতীয় রেল মাত্র ২০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন দারুণ সব খাবার এবার থেকে রেলের জেনারেল কোচের জন্য ‘ইকোনমি মিল’ শুরু করেছে রেল দূরপাল্লার ট্রেনে জেনারেল কামরার যাত্রীদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল তবে মাত্র ২০ টাকার বিনিময়ে কি কি পাবেন এই মিলে আসুন জেনে নেওয়া যাক

ভারতীয় রেল সারা পৃথিবীতে রেলপথগুলির মধ্যে অন্যতম। প্রতিনিয়ত প্রায় লাখো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। তবে তাদের সুবিধার জন্য বর্তমানে প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে প্রায় সবকটি ট্রেনেই। যার মাধ্যমে যাত্রীরা দূরপথে সফরে খাবার পান। তবে এই সুবিধা রয়েছে শুধুমাত্র এসি এবং স্লিপার কোচের যাত্রীদের জন্য। জেনারেল কোচের যাত্রীরা এতদিন এমন কোনও সুযোগই পেতেন না। জেনারেল কোচের যাত্রীদের স্টেশনে নেমে হন্য হয়ে খাবার খুঁজতে হত। কিন্তু এবার রেলের জেনারেল কোটের জন্য ‘ইকোনমি মিল’ শুরু করেছে রেল।

নর্থ ওয়েস্ট রেলওয়ে উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনে এই ‘ইকোনমি মিল’ পরিষেবা শুরু করেছে। যার আওতায় যাত্রীরা কম দামে খাবার পাচ্ছেন। এই তিনটি স্টেশনের প্ল্যাটফর্ম-1 এ এই খাবার পাওয়া যাচ্ছে।উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে জেনারেল কোচ থামে, তার ঠিক সামনে এই ‘ইকোনমি কাউন্টার’ খোলা হয়েছে। উদয়পুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এর রানা প্রতাপ নগরের শুরুতে ও হিম্মতনগরের কাছে এই বগিগুলো থামে।

20 টাকার এই রেলওয়ে ‘ইকোনমি মিল’-এ থাকবে 7টি পুরি, আলু সবজি ও আচার। আপাতত উদয়পুর সিটি স্টেশনে শুরু হয়েছে এই উদ্যোগ। আগামী দিনে, এই স্টলে স্ন্যাকস/কম্বো খাবার (350 গ্রাম) পাওয়া যাবে, যার দাম হবে 50 টাকা। রাজমা-চাল, খিচুড়ি, ছোলা-বাটুরে, দোসা ইত্যাদি পাওয়া যাবে কম্বো খাবারে। এছাড়া, যাত্রীদের জন্য 200 মিমি প্যাকেজ করা জলও পাওয়া যাচ্ছে। যার দাম রাখা হয়েছে 3 টাকা।

ইতিমধ্যে গত মাসেই সমস্ত রেলওয়ে ম্যানেজারদের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছিল রেল বোর্ডের তরফে । সেই নির্দেশে বলা হয়েছিল, স্টেশনের যেখানে জেনারেল কামরা দাঁড়াবে তার কাছাকাছি কম দামে ভালো মানের খাবার, পানীয় জলের ব্যবস্থা করতে। সেই নির্দেশ মোতাবেকই উদয়পুর, আজমিরের চালু হল এই ব্যবস্থা।

ট্রেন্ডিং খবর