EKHON BHARAT :- Purulia গত ২৯ অগাস্ট রাজ্যে সোনার গহনার শোরুমে দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি পুরুলিয়ায়। অন্যটি রানাঘাটে। ওই দুটি জায়গাতেই একই কোম্পানির শোরুমে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এবার পুরুলিয়ায় ডাকাতির ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য দিল তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট)।
সিটের তদন্তে উঠে এসেছে জেলে বসেই পুরুলিয়ার ওই গহনার শোরুমে ডাকাতির ছক কষে দুষ্কৃতী দল। পুরুলিয়া জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহর থেকে ৫০ কিলোমিটার দূর ঝাড়খণ্ডের একটি জায়গায় একত্রিত হয়ে ডাকাতির ছক কষে দুষ্কৃতি দল। এর জন্য ২০-২৯ অগাস্ট পর্যন্ত পুরুলিয়া শহরে রেইকি করা হয়। তারপরই ২৯ অগাস্ট ভর দুপুরে পুরুলিয়ার নমোপাড়া এলাকায় সোনার বিপণিতে লুঠপাট চালায় ডাকাতরা। ক্রেতা সেজে দোকানে ঢুকে শোরুমের কর্মী ও নিরাপত্তারক্ষী বেঁধে রেখে চালায় লুঠপাট! প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও পালায় দুষ্কৃতীরা। ডাকাত দল প্রায় ৮ কোটি টাকার গহনা লুঠ করে বলে দাবি।
নদিয়া এবং পুরুলিয়ায় অবস্থিত একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছিল। তাৎপর্যপূর্ণভাবে দুই দোকানে প্রায় একই সময় এই ঘটনা ঘটে। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে ডাকাতরা দু’টি আলাদা-আলাদা দলে ভাগ হয়ে এই কাজ করেছে? ঘটনার দিনই রানাঘাট থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে পুরুলিয়ার ঘটনায় জারি ছিল তল্লাশি। যেহেতু কাউকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না সেই কারণে অধরা ছিল অনেক প্রশ্ন। অবশেষে শুক্রবার এই ঘটনার মাস্টার মাইন্ড করণজিৎ সিং সাধুকে গ্রেফতার করে পুলিশ।
Purulia পুরুলিয়ায় গহনার বিপণিতে কীভাবে ডাকাতির ছক করেছিল দুষ্কৃতী দল, চাঞ্চল্যকর তথ্য সিটের হাতে
Smart Miter reading পুজোর পরেই বাড়িতে বসছে স্মার্ট মিটার! কী কী সুবিধা অসুবিধা এই ব্যবস্থায়?
Bharat ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী চালের দাম ১৫ বছরে সর্বোচ্চ : দাবি রিপোর্টে
এক সাংবাদিক সম্মেলনে পুলিস সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, জেলে থাকার সময়েই অভিযুক্তরা ডাকাতির পরিকল্পনা করে। তারপর জেল থেকে বেরিয়ে তারা ঝাড়খণ্ডের একটি জায়গায় মিলিত হয়ে ডাকাতির ছক কষে। তবে ডাকাতি হওয়া গহনা কোথায় ডাকাতরা বিক্রি করেছে বা লুকিয়ে রেখেছে এখনও পর্যন্ত তা জানা যায়নি। বাকী অভিযুক্তদের খোঁজ চলছে।