অ্যাকাউন্টে টাকা নেই? চিন্তা নেই! ইউপিআই -এর মাধ্যমে এইভাবে করুন পেমেন্ট

Follw Us Now

অ্যাকাউন্টে টাকা নেই? চিন্তা নেই! ইউপিআই -এর মাধ্যমে এইভাবে করুন পেমেন্ট

Ekhon Bharat Desk: ইউপিআই নিয়ে চমকপ্রদ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার বদল আসতে চলেছে ইউপিআইতে। ইউপিআই-এর সঙ্গে যুক্ত করা হচ্ছে প্রি অ্যাপ্রুভড লোন পরিষেবা। ইতিমধ্যেই দেশে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সংক্ষেপে ইউপিআই-এর মতো সিস্টেমের মাধ্যমে আর্থিক লেনদেন দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামগ্রিক বিষয়টি অত্যন্ত সহজ হয়েছে। তবে, এখনও পর্যন্ত UPI-এর মাধ্যমে একজন মার্চেন্টকে অর্থপ্রদান করতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকতে হত। কিন্তু এবার অ্যাকাউন্টে টাকা না থাকলেও চিন্তার কিছু নেই! আপনি অর্থপ্রদান করতে পারবেন। হ্যাঁ, বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা একদমই সত্যি।

মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইউপিআই সিস্টেমে লেনদেনের জন্য ব্যাঙ্কগুলির দ্বারা জারি করা প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনগুলিকে অনুমোদন করেছে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনও টাকা না থাকলেও আপনি খরচ করতে পারবেন। ভাবছেন তো কীভাবে সম্ভব? যেভাবে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা না থাকলেও খরচ করেন সেভাবেই আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা খরচ করতে পারবেন। মানে কোনও ক্ষেত্রে টাকা মেটানোর প্রয়োজন হলে সেটা আপনি ইউপিআইয়ের মাধ্যমে মেটাতে পারবেন।

এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে এই পরিষেবার সুবিধা কীভাবে নেওয়া যাবে? ক্রেডিট লাইন সুবিধা পাওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কে আবেদন করতে হবে। এরপরে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টের সাথে এই সুবিধাটি যুক্ত করবে। RBI-এর অনুমোদন পাওয়ার পর, বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি শীঘ্রই এই সুবিধা শুরু করতে পারে। তবে জেনে রাখা ভালো, চাইলেই কিন্তু আপনি অনুমতি পাবেন না। ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখবে। আপনি কতটা খরচ করতে পারছেন, আপনার অ্যাকাউন্টে কতটা টাকা থাকে, আপনার আয় কেমন, আপনি লোন কতটা পরিশোধ করতে পারেন এসব খতিয়ে দেখবে ব্যাঙ্ক। এরপর ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট লাইনের অনুমতি দেবে। কারণে, এই সীমা প্রতিটি ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে।

তবে এটা ক্রেডিট কার্ড নয়। এটা ওয়ালেটও নয়। এটা হল ইউপিআইয়ের ক্রেডিট লাইন। আপনাকে ব্যাঙ্ক অনুমতি দিলে আপনিও অ্যাকাউন্টে টাকা না থাকলেও কেনাকাটা করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সেই টাকা মিটিয়ে দিতে হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা মেটাতে না পারেন, তাহলে সুদের ধাক্কাও সামলাতে হতে পারে আপনাকে।

ট্রেন্ডিং খবর