বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন উৎসবের মরশুমে আপনার ট্রেনও বাতিল নয় তো…

Follw Us Now

হঠাৎ জারি ‘হাই অ্যালার্ট’! চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা, কী কারণে এই পদক্ষেপ শিয়ালদা-হাওড়া স্টেশনে ?

বিভিন্ন রুটে বাতিল ট্রেন

সারা বছর কাজের মাঝে পুজোতে অনেকেই লম্বা ছুটি পান। তাই অনেক পরিবার পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরতে যান। আপনার কি দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? জানেন কি উৎসবের মরশুমে একগুচ্ছ ট্রেন বাতিল রয়েছে ?

রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল-সুন্ধিয়ামাও স্টেশনের মধ্যে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বামুনিগাঁও ও ধুপধরার মধ্যে ডাবল লাইন চালু করা হবে। তাই সংশ্লিষ্ট সেকশন দিয়ে পরিচালনা করা কয়েকটি ট্রেনের চলাচল নীচের বিবরণ অনুযায়ী বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে। জেনে নেওয়া যাক কবে কোন কোন ট্রেন বাতিল-

ট্রেনের বাতিলকরণ:➢ ১১ ও ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৪নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

➢ ১৩ ও ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৩নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

➢ ১৩ অক্টোবর, ২০২৩ তারিখে ১২৪০৮নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

➢ ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

➢ ১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

➢ ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৩নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ও ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫০৭৭নং. (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

➢ ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস ও ১২৪০৭নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

➢ ১০ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৩নং. (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল,

০৫০২০নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার স্পেশাল,

০৫০১৯নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল,

১৫৬০২নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস,

আরও খবর- ১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম ফার্স্ট ক্লাস লোকাল! চড়তে গেলে খরচ কত? জানুন

বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন, জেনে নিন উৎসবের মরশুমে আপনার ট্রেনও বাতিল নয় তো…

১৫৭৫৩/১৫৭৫৪নং. (আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার) শিফুং এক্সপ্রেস ও ১৫৭৬৯/১৫৭৭০নং. (আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে

ট্রেন্ডিং খবর