EKHON BHARAT :- প্রধানমন্ত্রী মোদীর আজ ৭৩তম জন্মদিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাজনাথ সিং এবং অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন তাঁকে। এই উপলক্ষ্যে ঢালাও কর্মসূচী আয়োজন করেছে বিজেপি।
১৯৫০ সালে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। তাই এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন সুরাতের অটোচালকেরা। তাঁরা মোদীর জন্মদিন উপলক্ষে দিনভর পরিষেবায় ছাড় দিচ্ছেন। কেউ ৩০ শতাংশ কম ভাড়া নিচ্ছেন, কেউ আবার সানন্দে বিনামূল্যে পরিষেবার কথা ঘোষণা করেছেন।
সুরাতের অন্তত এক হাজার অটোচালক এই অভিনব উদ্যাপনে শামিল হয়েছেন। বেশির ভাগই জানিয়েছেন, রবিবার তাঁরা যাত্রীদের কাছ থেকে সাধারণ ভাড়ার চেয়ে ৩০ শতাংশ কম টাকা নেবেন। স্থানীয় বিধায়ক পূর্ণেশ মোদী এই অটোচালকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ভাবে ৭৩ জন অটোচালককে ধন্যবাদ দিয়েছেন তিনি। রবিবার ৭৩ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই বিশেষ ভাবে ৭৩ জন অটোচালক জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের অটোতে যাত্রীদের নিয়ে যাতায়াত করবেন।
এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে বিশেষ করে তুলতে গুজরাটের বিজেপি ইউনিট ৩০ হাজার স্কুল ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে।
মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশেই নানা কর্মসূচি রয়েছে বিজেপির। রবিবার থেকে শুরু হবে দু’সপ্তাহব্যাপী ‘সেবা পাখওয়ারা’। এতে দলীয় সদস্যেরা দেশের নানা প্রান্তে রক্তদান শিবির, স্বাস্থ্যকেন্দ্রের ক্যাম্প এবং পরিচ্ছন্নতার অভিযানের আয়োজন করবেন।
এছাড়াও প্রধানমন্ত্রী মোদী তাঁর জন্মদিনে পিএম বিশ্বকর্মা নামের একটি প্রকল্প চালু করার কথাও জানা গিয়েছে। যার লক্ষ্য কারিগর এবং ঐতিহ্যগত দক্ষতায় নিয়োজিতদের সহায়তা করা।
মোদীর জন্মদিনে অটোভাড়া লাগছে না ! অভিনব উদ্যাপন সুরাতের চালকদের
More News – ট্যাক্স ব্যবস্থার নিয়মে বদল! অক্টোবর থেকে বড় পরিবর্তন আনছে মোদী সরকার
EKHON BHARAT :- এবার ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস)-এর নতুন হার আনছে মোদি সরকার। চলতি বছর ১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া এই হার। জানা গিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশী স্টক, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া ইত্যাদিতে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করলে টিসিএস দিতে হবে।Continue Reading