ইন্টারসিটি মিস করেছি, তাই বন্দে ভারতে’…! বিনা টিকিটে সফর পুলিশ কর্মীর আজব সাফাই, ভিডিও ভাইরাল

Follw Us Now

ইন্টারসিটি মিস করেছি, তাই বন্দে ভারতে’…! বিনা টিকিটে সফর পুলিশ কর্মীর আজব সাফাই, ভিডিও ভাইরাল

পুলিশ কর্মীর আজব সাফাই

দেশের বিরাট অংশের নাগরিকদের কাছে রেল ছাড়া যাতায়াতের অন্য কোনও মাধ্যম নেই। অনেক সময় স্বল্প দূরত্ব হলেও দ্রুত যাতায়াতের জন্য রেল পথকে বেছে নেন অধিকাংশ মানুষ। একটা ট্রেন মিস করলে অসুবিধা নেই, পরের ট্রেন ধরে চটপট গন্তব্যে পৌঁছানো যায়। তাড়াহুড়োর জন্য অনেকে টিকিট কাটানো সময় পান না। যদিও যাত্রীদের একটা বড় অংশ বিনা টিকিটেই সফর করতে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে। আর ধরা পড়লে যে কি হয় তা খুব ভালো মতনই টের পেতে হয় তাদের। ঠিক যেভাবে টের পেলেন এক পুলিশ কর্মী। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই ? এখনই এতটা অবাক হবেন না!

ট্রেনে হামেশাই বিনা টিকিটে থাকা  যাত্রীদের জরিমানা করতে দেখা যায় টিকিট পরীক্ষককে। এবার খাস বন্দে ভারত ট্রেনে টিকিট না কেটে সওয়ার এক যাত্রী। তাও আবার উর্দিধারী এক পুলিশ আধিকারিক! টিকিট পরীক্ষককে দেখে আজব সাফাই। ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় নেট দুনিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল

উত্তরপ্রদেশ পুলিশ প্রায়ই খবরের শিরোনামে থাকে। ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ইউপি পুলিশকর্মীর ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক পুলিশ কর্মী বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট ছাড়াই চড়েছেন। টিটিই সকলের টিকিট পরীক্ষা করতে করতে একসময় হাজির হন সেই পুলিশকর্মীর কাছে। এরপর বিষয়টি জানতে পারলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। টিটিই স্পষ্ট বলেছে যে আপনার যদি ট্রেনের টিকিট না থাকে, তবে আপনি বাসে চেপে যেতে পারেন।

এই ভিডিওটি ট্রেনে বসে থাকা এক যাত্রী রেকর্ড করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তারপরেই তা ভাইরাল হয়ে পড়ে। আসলে, টিকিট পরীক্ষক যখন ওই পুলিশ কর্মীর কাছে টিকিট দেখতে চান তখন তিনি ইউনিফর্মকেই ঢাল করার চেষ্টা করেন। হঠাৎ ওই পুলিশ আধিকারিকের মতে, পুলিশের মতন এমন এক গুরুত্বপূর্ণ পদে থেকে ডিউটি চলাকালীন অবস্থায় তিনি ট্রেনের টিকিট না কেটেই চড়তে পারেন। কিন্তু টিকিট পরীক্ষক কোনও কথা শুনতে রাজী নন। তিনি ওই পুলিশ কর্মীকে বলেন টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা বেআইনি, তখন ইন্সপেক্টর বললেন যে তিনি ইন্টারসিটি এক্সপ্রেস মিস করেছেন তাই তিনি বন্দে ভারতে চড়েছেন।

আরও খবর- মদ খেয়ে বিল মেটায়নি কলকাতার ‘বাবুমশাই’, কী হাল দেখুন ভিডিও

ইন্টারসিটি মিস করেছি, তাই বন্দে ভারতে’…! বিনা টিকিটে সফর পুলিশ কর্মীর আজব সাফাই, ভিডিও ভাইরাল

এর পরে টিকিট পরীক্ষককে বলতে শোনা যায় ‘আপনি যদি অন্য ট্রেন মিস করেন তবে আপনি টিকিট ছাড়া এখানে বসতে পারেন না। আপনি বাসে চেপে গন্তব্যে যান। একেবারে কড়া নির্দেশ টিকিট পরীক্ষকের। পরবর্তী স্টেশনে ওই পুলিশ কর্মীকে নেমে যাওয়া নির্দেশও দেন টিকিট পরীক্ষক। টিটিই-এর কঠোর মনোভাব দেখে পরের স্টেশনে ট্রেন থেকে নামতে বাধ্য হন পুলিশ ইন্সপেক্টর। ভিডিওটি X-এ শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি। হু-হু করে বাড়ছে লাইক আর শেয়ারের বন্যা।

ট্রেন্ডিং খবর