অনলাইনে প্রেম
EKHON BHARAT :- অনলাইন ব্যবস্থা বর্তমানে আমাদের অসংখ্য সুযোগ সুবিধা এনে দিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে অনায়াসে বহু কাজ করা যেমন সম্ভব তেমনি মানুষের একাকিত্ব দূর করতেও জুড়ি মেলা ভার। সময় কাটাতে বা একাকীত্ব দূর করতে অনেকেই অনলাইনে গেম খেলে থাকেন। গেম খেলায় মত্ত আট থেকে আশি বিভিন্ন বয়সের মানুষই। যদি ও কখনো কখনো তা আমাদের বিপদের দিকে ঠেলে দেয়।
এইভাবে অনলাইনে লুডো খেলতে গিয়ে আলাপ৷ আলাপ থেকে ঘনিষ্ঠতা। এরপর তা আরো গাড়ো হয়! পৌছোয় শারীরিক সম্পর্কেও। প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকেন তারা। এদিকে শারীরিক সম্পর্কের পরেও বিয়ে করতে নাড়াজ প্রেমিকা। শেষ পর্যন্ত প্রেমিকা বিয়ে না করায় পরিণতি হল ভয়ংকর। ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে যুবককে৷
ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মালুবসান গ্রামের৷ ধৃত যুবকের নাম স্বরূপ ঘান্টি৷
জানা যায়, নিজের কাজের ফাঁকে অনলাইনে লুডো খেলেতে গিয়ে একশো কিলোমিটার দূরে পটাশপুরের অমর্ষি এলাকায় এক যুবতীর সঙ্গে আলাপ হয় তাঁর। বিবাহিত হলেও ওই যুবতীর সঙ্গে প্রেমের জালে জড়িয়ে পড়েন স্বরূপ৷ ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় মেলামেশা। বাড়ে ঘনিষ্ঠতা। এদিকে পটাশপুরের ওই যুবতীও বিবাহ বিচ্ছিন্না। তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে।
আরও খবর- মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! পাল্টি খেয়ে দুমড়ে গেল চারচাকা, চালকের দলা পাকানো দেহ উদ্ধার
লুডো খেলতে গিয়ে প্রেম, প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্স! শেষমেষ যা পরিণতি মহিষাদলের যুবকের
ওই যুবককে বিয়ে করার ও প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি। সেই থেকে বিবাহিত ওই যুবকের নিজের সংসারে অশান্তি তৈরি হয়। পটাশপুরের যুবতীকে বিয়ে করার পরিকল্পনায় এ দিকে নিজের স্ত্রীর সঙ্গে আইনিভাবে সম্পর্ক ছিন্ন করে মহিষাদলের যুবক স্বরূপ। এরপরেই বাঁধে গন্ডগোল। ওই যুবক বিয়ে করতে চাইলে সম্পর্কের কথা অস্বীকার করেন প্রেমিকা। এমনটাই দাবি ওই যুবকের। শুধু তাই নয়, গোপনে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবক। প্রতিশোধ নিতে যুবতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবক।
এ দিকে যুবতীর নতুন সংসারে এই ঘটনা জানাজানি হতে ঝামেলা বাঁধে। ঘটনায় যুবতীর মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত নেমে বৃহস্পতিবার রাতে মহিষাদলের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। যদিও পুলিশের কাছে সমাজ মাধ্যমে ছবি ছড়ানোর কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। ধৃতকে কাঁথি আদালতে তোলে পুলিশ।