পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সমস্যায় সুরাপ্রেমীরা! উৎসবের মরশুম শুরুর আগে জেনে নিন

Follw Us Now

পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সমস্যায় সুরাপ্রেমীরা! উৎসবের মরশুম শুরুর আগে জেনে নিন

সমস্যায় সুরাপ্রেমীরা

EKHON BHARAT :- অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। এই মাসেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর সময় রাজ্যে মদের বিক্রির পরিমাণ প্রায় কয়েক গুণ বেড়ে যায়। দেদার মদ বিক্রি হয় বাংলায়। ভারতে মদের ব্যাপক চাহিদা রয়েছে। যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি। বিশ্বে সব থেকে বেশি হুইস্কি ভারতে তৈরি ও পান করা হয়। হুইস্কি ছাড়া বিয়ার বা ভদকারও ব্যাপক চাহিদা রয়েছে। এই মদ বিক্রির মোটা টাকা রাজ্য কোষাগারে জমা পড়ে। অনেকের কাছে সুরা পান না করলে উৎসবের আনন্দটাই যেন মাটি হয়ে যায়।তাই এই সময় তারা মদ্যপান করেন। তাঁদের জন্য জরুরি খবর। এই মাসে একাধিক ড্রাই ডে রয়েছে।

ড্রাই ডে হল এমন একটি দিন যেদিন সব মদের দোকান ও বার বন্ধ রাখা হয়। অ্যালকোহল বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ। এর উদ্দেশ্য হল জনসাধারণের শৃঙ্খলা ও নিরাপত্তার প্রচার করা এবং অ্যালকোহল সংক্রান্ত সমস্যা কমানো। ধর্মীয় ছুটির দিনেও ‘ড্রাই ডে’ পালন করা হয়। জেনে নিন কোন কোন দিন ‘ড্রাই ডে’ ।

আরও খবর- লুডো খেলতে গিয়ে প্রেম, প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্স! শেষমেষ যা পরিণতি মহিষাদলের যুবকের

পুজোয় কি বন্ধ থাকবে মদের দোকান? সমস্যায় সুরাপ্রেমীরা! উৎসবের মরশুম শুরুর আগে জেনে নিন

২  অক্টোবর গান্ধী জয়ন্তী। সেদিন ড্রাই ডে। এছাড়াও অক্টোবর মাসে আরও কয়েকটা দিন ড্রাই ডে

২৪ অক্টোবর দশেরা। সেদিন ড্রাই ডে।

২৮ অক্টোবর বাল্মীকি জয়ন্তী ড্রাই ডে।

৩০ অক্টোবর হরিজন দিবস। তবে সেদিন রাজস্থানে ড্রাই ডে।

এবার মহাষষ্ঠী ২০ অক্টোবর। সুরাপ্রেমীদের জন্য খুশির খবর যে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত একদিনও ড্রাই ডে নয়। ফলে এই বছর ড্রাই ডের সংখ্যা বেশি নিয়ে সমস্যায় সুরা প্রেমীদের পাশাপাশি মদ ব্যবসায়ীরাও। তবে এই দিনগুলি সব রাজ্যে প্রযোজ্য নাও হতে পারে।

ট্রেন্ডিং খবর