শিশুদের টিকিট বিক্রি করেই ‘লক্ষ্মী’ লাভ, কোটি টাকা আয় করল ভারতীয় রেল

Follw Us Now

শিশুদের টিকিট বিক্রি করেই 'লক্ষ্মী' লাভ, কোটি টাকা আয় করল ভারতীয় রেল

EKHON BHARAT :- ছোটরাও কিন্তু অবজ্ঞা বা হেলাফেলা নয়! তারাও বিভিন্নভাবে আমাদের উপকার করে চলে। ঠিক যেমনটি করেছে ভারতীয় রেলে। জানতে চান কীভাবে খুদেরাও উপকার করেছে ভারতীয় রেলে ? ছোটদের টিকিট বিক্রি করেই লাভবান হয়েছে ভারতীয় রেলে। গত সাত বছরে শুধুমাত্র কচিকাঁচাদের টিকিট বিক্রি করে ২৮০০ কোটি টাকা কোষাগারে তুলেছে রেল। সম্প্রতি তথ্যের অধিকার আইনে এক আবেদনের জবাবে একথা জানিয়েছে ভারতীয় রেল।

পাঁচ থেকে ১২ বছরের শিশুদের দূরপাল্লা যাত্রার জন্য এখনও অর্ধেক ভাড়া দিতে হয়। তবে সংরক্ষিত আসন মেলে না। অভিভাবকদের আসনে বসতে হয়। অতীতে আলাদা আসন বা বার্থ নিলে তার জন্যও অর্ধেক ভাড়া দিতে হত। কিন্তু ২০১৬ সালের ২১ এপ্রিল থেকে আইনে পরিবর্তন আনা হয়। নয়া নিয়মে শিশুদের জন্য আলাদা আসন বা বার্থ নিতে গেলে পুরো ভাড়াই দিতে হয়। আর তাতেই লাভের মুখ দেখেছে রেল। বিপুল আয় হয়েছে রেলের।

শিশুদের টিকিট বিক্রি করেই ‘লক্ষ্মী’ লাভ, কোটি টাকা আয় করল ভারতীয় রেল

গাছের ডালে ঝুলছে গাড়ি…! কীভাবে সম্ভব? তোলপাড় ফেলা ভিডিও

আয়-সহ বিভিন্ন হিসাব রাখে সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস)। ক্রিসই সম্প্রতি জানিয়েছে, ২০১৬ সালে এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত রেলের আয় হয়েছে ২,৮০০ কোটি টাকারও বেশি।

হিসাব বলছে, এই সাত বছরে ক্রমেই পুরো ভাড়া দিয়ে শিশুদের জন্য আলাদা আসন বা বার্থ নেওয়ার সংখ্যা বাড়ছে। এখন ৭০ শতাংশ ক্ষেত্রেই অভিভাবকরা শিশুদের জন্য আলাদা আসন নিচ্ছেন পুরো ভাড়া দিয়ে। গত সাত বছরে ৩.৬ কোটি শিশু অর্ধেক ভাড়া দিয়ে অভিভাবকদের বার্থেই সফর করেছে। সেখানে ১০ কোটির বেশি শিশু পুরো ভাড়া দিয়ে পুরো আসন নিয়েছে।

ট্রেন্ডিং খবর