Kolkata খাস কলকাতায় ফিল্মি কায়দায় স্কুল পড়ুয়াকে অপহরণ! কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার, ধৃত ২

Follw Us Now

Kolkata খাস কলকাতায় ফিল্মি কায়দায় স্কুল পড়ুয়াকে অপহরণ! কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার, ধৃত ২

EKHON BHARAT :- Kolkata স্কুল ছুটি হয়ে গিয়েছে। একে একে বাইরে আসছে পড়ুয়ারা। সেই সময় স্কুলের সামনে থেকে একাদশ শ্রেণির এক পড়ুয়াকে তুলে নিয়ে চম্পট দেয় ১০ থেকে ১২ জন দুষ্কৃতী। একেবারে ফিল্মি কায়দায় হাড় হিম করা অপহরণের ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় একটি স্কুলের সামনে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ‘অপহৃত’ ছাত্রকে উদ্ধার করল পুলিস। আটক করা হল ২ জনকে।

পুলিস সূত্রে খবর, অপহৃত কিশোরের বাড়ি গড়িয়ার পাটুলিতে। ঢাকুরিয়ায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সে। রোজকার মতোই এদিনও স্কুলের এসেছিল ওই পড়ুয়া।  স্কুলে মনোযোগ সহকারে সারাদিন পড়াশোনাও করে সে। তারপর ছুটি সময় স্কুল থেকে বেরোতেই ওই ছাত্রের সঙ্গে ঘটে ভয়ানক ঘটনা।

জানা যায়, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছে। একে একে অন্যান্য পরিবাদের মত বাইরে আসছিল ওই ছাত্র। স্কুলে বাইরে বেরোতে আচমকাই স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে চম্পট দেয় ১০ থেকে ১২ জনের এক দুষ্কৃতীদল! তারা সকলেই মদ্যপ ছিল। অভিযোগ, শুধু তাই নয়, বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় অন্য পড়ুয়াদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিস। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা নয়, অপহরণকাণ্ডে আটক করা হয় ২ জনকে। অবশেষে কসবা থেকে উদ্ধার করা হল ওই স্কুল পড়ুয়াকেও।

Kolkata খাস কলকাতায় ফিল্মি কায়দায় স্কুল পড়ুয়াকে অপহরণ! কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার, ধৃত ২

Earth quake Morocco চারিদিকে লাশের স্তূপ, মৃত ১ হাজারেরও বেশি! মরক্কো ভূমিকম্পের ভাইরাল ভিডিওতে গোটা বিশ্ব শোকাহত

৮.৬ কিমি সুড়ঙ্গ দিয়ে প্রাকৃতিক দুর্যোগেও ছুটবে ট্রেন! এটিই হল দেশের দীর্ঘতম রেল টানেল।

কিন্তু অপহরণের কারণ কী? এই বিষয়ে পুলিস সূত্রে খবর, ঢাকুরিয়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলটি কো-এড। স্কুলে কোনও একটি ঘটনার কথা নিজের দাদাকে জানিয়েছিল এক ছাত্রী। তিনি আবার সেই ঘটনাটি জানান তাঁর পরিচিতদের যুবকদের। এরপরই একাদশ শ্রেণীর এক ছাত্রকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয়!  এদিন লেক থানায় এসেছিলেন ওই ছাত্রীর বাবা। তিনি জানিয়েছেন, মেয়ে বারবার অভিযোগ করেছে, যে ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সে নাকি তার মেয়েকে উত্যক্ত করত। যদিও স্কুলে বা থানায় এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

ট্রেন্ডিং খবর