Ekhon Bharat Desk: কথায় বলে, টাকার লোভ সামলানো অনেকের কাছেই খুব কঠিন হয়ে পড়ে। তবে কঠিন হলেও বাস্তবে দরিদ্র হয়েও টাকা ফিরিয়ে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা সংবাদমাধ্যমে অনেক সময় উঠে আসে। এমনই এক নজিরবিহীন কান্ড ঘটেছে কালনা হাসপাতালে।
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল দেহ। সেখানেই মৃতের পকেটে থেকে মেলে একেবারে সাত হাজার টাকা। সেই টাকা মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন মর্গের কর্মীরা। তাঁদের সততা দেখে আপ্লুত, গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষ। মর্গের কর্মীদের সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল সুপার ডাঃ চন্দ্রকান্তি মাইতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে।
প্রসঙ্গত, এদিন কালনা ১ নম্বর ব্লকের কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরপাড়া গ্রামের বাসিন্দা বছর ৪৫ এর জগদীশ কাজে গিয়েছিলেন লিচুতলাতে। আচমকাই সেখানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে দেখার পর মৃত ঘোষণা করেন।
তারপরই নিয়ম মেনে তাঁর দেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে। খবর পেয়ে সেখানে আসেন মৃতের পরিবারের লোকেরা। মৃতের স্ত্রী বলেন ওর পকেটে টাকা আছে। রাজা মল্লিক ও দীপক মল্লিক নামের হাসপাতালে দুই ডোম মৃতের স্ত্রীকে সামনে রেখে মৃতদেহের পকেট চেক করেন। তাতে মেলে নগদ সাড়ে সাত হাজার টাকা। ডেমরা সেই টাকা তুলে দেন মৃতের স্ত্রীর হাতে। হাসপাতালের ডোমদের এই কাজে তারা সকলেই গর্বিত। এমনটাই জানিয়েছেন হাসপাতাল সুপার ডাঃ চন্দ্রকান্তি মাইতি। তিনি জানিয়েছেন, এই সততার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পুরস্কৃত করবে।
এদিকে মর্গ কর্মীদের এই কাজে আপ্লুত জগদীশবাবুর পরিবারের লোকেরাও। অনেকেই বলছেন, বর্তমানে মুখোশ মানুষদের ভিড়ে এই কাজ দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।