এবার টিকিট কেটে জগন্নাথ দর্শন, পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে ফের বদল

Follw Us Now

এবার টিকিট কেটে জগন্নাথ দর্শন, পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে ফের বদল

EKHON BHARAT :- আর দিন কয়েকবারই দুর্গাপুজো। অনেকেই এই সময় লম্বা ছুটি পেয়ে এদিক-ওদিক কোথাও বেড়া বেড়াতে যান। আপনিও কি পুরীর মন্দির দর্শনের কোনও পরিকল্পনা করছেন? জানেন কি শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য বেশ কিছু বদল আসতে চলেছে ? বদলে যাচ্ছে নিয়মকানুন। এবার থেক পুরীর মন্দিরে টিকিট কেটে করতে হবে জগন্নাথ দর্শন।

তবে শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বিনামূল্যে মন্দির দর্শনের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টার জন্য চালু করা হবে এও পরিমাণিক দর্শন। অর্থাৎ টিকিট কেটে তবেই ঢুকতে পারবেন ভক্তরা। শীঘ্রই এই টিকিটের দাম নির্ধারণ করবে কর্তৃপক্ষ।

যদিও এই নিয়ম প্রথমবার জারি হবে এমন নয়। সাত বছর আগেও এই নিয়ম লাগু ছিল। পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। ফের চালু হতে চলেছে এই নিয়ম। সাত বছর আগে এই পরিমাণিক দর্শনের টিকিট মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছিল। দিনে মাত্র কয়েকঘণ্টার জন্য এই টিকিট মূল্য নির্ধারিত ছিল। ২০১৬ সালের জানুয়ারি মাসে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়। সে সময় রাতারাতি এই পারিমাণিক দর্শন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়।

শ্রী জগন্নাথ ট্রাস্ট অ্যাসোসিয়েশনের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, ‘সব নিযোগ অর্থাৎ সেবায়েতদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হবে। নিযোগ অর্থাৎ সেবায়েতদের সংগঠন। পরিমাণিক দর্শনের টিকিট মূল্য কত হবে, তা নিয়ে সেবায়েতদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এও বলেন, ‘আমাদের অনুমান, গর্ভগৃহের ভিতর ভক্তরা দলে দলে প্রবেশ করতে থাকলে পুজোয় বিঘ্ন ঘটবে। ভিতর কথা এলাকা যা গর্ভগৃহ থেকে ৩০ ফুট দূরে, সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে টিকিট কেটে ঢোকা পুণ্যার্থীদের।’

এবার টিকিট কেটে জগন্নাথ দর্শন, পুরীর মন্দিরে প্রবেশের নিয়মে ফের বদল

ইসরোতে চাকরির স্বপ্ন ? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি শিখলেই মিলবে সুবর্ণ সুযোগ

অন্যদিকে এক সেবায়েতের কথায়, ‘ভক্তদের এই মুহূর্তে জগন্নাথ দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। দর্শনের জন্য এক মিনিটেরও কম সময় পান পুণ্যার্থীরা। কিন্তু, যদি টিকিট কেটে ভিতরে প্রবেশের ব্যবস্থা শুরু হয় তবে অন্তত হাতে সময় নিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন। VIP-দের ক্ষেত্রে আরও সহজ হবে দর্শন।

গর্ভগৃহের বাহারা এবং ভিতর কথা অংশ থেকেই বর্তমানে ভক্তরা ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার দর্শন করেন। তবে পারিমাণিক দর্শন ব্যবস্থা যে সকল ভক্তরা টিকিট কেটে প্রবেশ করবেন, তাঁদের এবার থেকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

পুণ্যার্থীদের একাংশের মতে, সাধারণ দিনে জগন্নাথ মন্দিরে ৫০ হাজারের বেশি পুণ্যার্থীর পা পড়ে। উৎসবের দিনে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। ঝঞ্ঝাট মুক্ত দর্শন আমরা সকলেই চাই। মন্দির কর্তৃপক্ষের উচিত এই দর্শন আরও সহজ সরল করে তোলা। টিকিটের বন্দোবস্ত হলে তাদের আপত্তি নেই বলেও জানিয়েছেন।

ট্রেন্ডিং খবর